শিরোনাম
ঢাকা, ৩০ জুলাই ২০২৫ (বাসস) : আগামী ৫ ডিসেম্বর লাস ভেগাসে ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এই দাবি জানিয়েছে।
ইএসপিএন’র একটি সূত্র জানিয়েছে ৪৮ দলের বর্ধিত কলেবরের বিশ্বকাপের ড্র অনুষ্ঠানের জন্য ভেগাসকে বেছে নেয়া হয়েছে। ২০২৬ বিশ্বকাপের মূল পর্ব যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে অনুষ্ঠিত হবে।
৪৮টি দল ১২টি গ্রুপে বিভক্ত হয়ে বিশ্বকাপের অংশ নিবে। প্রতি গ্রুপে থাকবে ৪টি করে দল।
এর আগে ১৯৯৪ সালে সর্বশেষ যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। তখনো টুর্নামেন্টের ড্র লাস ভেগাসে আয়োজিত হয়েছিল।
ইএসপিএন’র সূত্রটি জানিয়েছে ২০২৩ সালে সকলের জন্য উন্মুক্ত হওয়া সাড়ে ১৭ হাজার ধারণক্ষমতা সম্পন্ন দ্য স্ফেয়াারে ড্র অনুষ্ঠানের সম্ভাবনা বেশী। কিন্তু স্ফেয়ার সূত্র বার্তা সংস্থা এএফপিকে নিশ্চিত করেছে বিশ্বকাপের ড্র স্ফেয়ারে অনুষ্ঠিত হচ্ছেনা
এর আগে ১৯৯৪ বিশ্বকাপের ড্র লাস ভেগাসে অনুষ্ঠিত হয়েছিল, যদিও লাস ভেগাসের নাম বিশ্বকাপের স্বাগতিক শহরের তালিকায় ছিল না। আগামী বছরের বিশ্বকাপের জন্য পরিস্থিতি অনেকটা একই হতে যাচ্ছে।