বাসস
  ২৯ জুলাই ২০২৫, ১৭:৪৮

দ্রুত ৫ উইকেট শিকারের বিশ্ব রেকর্ড ফিনল্যান্ডের তাম্বের

ঢাকা, ২৯ জুলাই ২০২৫ (বাসস) : টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুত ৫ উইকেট শিকারের বিশ্ব রেকর্ড গড়লেন ফিনল্যান্ডের পেসার ৩৯ বছর বয়সী মহেশ তাম্বে। 

গতকাল এস্তোনিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে ৮ বল করে ৫ উইকেট নেন মহেশ। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বলে ৫ উইকেট শিকারের বিশ্ব রেকর্ড।

এস্তোনিয়ার মাঠে টস জিতে প্রথমে বোলিং বেছে নেয় ফিনল্যান্ড। ১৭তম ওভারে প্রথমবারের মত বোলিং আক্রমণে আসেন তাম্বে। প্রথম দুই বলে ১০ রান দিলেও তৃতীয়, চতুর্থ ও শেষ বলে উইকেট তুলে নেন তিনি। 

এরপর ১৯তম ওভারে দ্বিতীয়বারের মত আক্রমণে এসে প্রথম দুই বলে উইকেট শিকার করেন তাম্বে। ফলে নিজের প্রথম ওভারের ৬ বলে ও দ্বিতীয় ওভারের প্রথম দুই বলে উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড গড়েন তিনি। 

এসময় তাম্বে আউট করেন এস্তোনিয়ার স্টেফান গুচ, সাহিল চৌহান, মোহাম্মদ উসমান, রূপম বড়ুয়া ও প্রণয় ঘিওয়ালাকে।

বিশ্ব রেকর্ড গড়ার পথে বাহরাইনের জুনাইদ আজিজের পেছনে ফেলেন তাম্বে। ২০২২ সালে জার্মানির বিপক্ষে ১০ বলে ৫ উইকেট নিয়েছিলেন জুনাইদ।

তবে টেস্ট প্লেয়িং দলগুলোর মধ্যে দ্রুত ৫ উইকেট শিকারের রেকর্ড রয়েছে আফগানিস্তানের স্পিনার রশিদ খানের। ২০১৭ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ১১ বলে ৫ উইকেট নিয়েছিলেন রশিদ। 

রেকর্ড গড়া ম্যাচে তাম্বের বোলিং পরিসংখ্যান ২ ওভার ১৯ রান ৫ উইকেট। তাম্বের দুর্দান্ত বোলিংয়ে ১৯.৪ ওভারে ১৪১ রানে অলআউট হয় এস্তোনিয়া। জবাবে ১৮.১ ওভারে ৫ উইকেটে ১৪২ রান তুলে ম্যাচ জিতে নেয় ফিনল্যান্ড। এই জয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে ফিনল্যান্ড। 

২০২১ সালে অভিষেকের পর এখন পর্যন্ত ২৮টি টি-টোয়েন্টি ম্যাচে ২৮ উইকেট শিকার করেছেন তাম্বে।