শিরোনাম
ঢাকা, ২৮ জুলাই ২০২৫ (বাসস) : মারধরের অভিযোগে বাংলাদেশ পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে আজ মিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তবে ঐ অভিযোগ অস্বীকার করেছেন তাসকিন।
সাধারণ ডায়েরি করা বাদী সিফাতুর রহমান সৌরভ বেশ কিছু সংবাদমাধ্যমকে জানান, রোববার রাতে ডেকে নিয়ে তাকে মারধর করেন তাসকিন। এজন্য জাতীয় দলের পেসারের বিরুদ্ধে একটি জিডি করা হয়েছে বলে জানান তিনি।
ভাবমূর্তি ক্ষুন্ন করার উদ্দেশ্যেই এমন ঘটনা ঘটানো হয়েছে বলে জানান তাসকিন। ঘটনা অস্বীকার করে তাসকিন বলেন, ‘আমি কাউকে মারধর করিনি। আমাকে ফাঁসানোর জন্য এসব করা হচ্ছে।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু জানান, যা হয়েছে সেটি নিয়ে বোর্ড অবগত আছে। তিনি বলেন, ‘আমরা এখন পর্যন্ত পুরো ঘটনা জানি না।’
তিনি আরও বলেন, ‘যেকোন সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের জানতে হবে ঘটনাটি সত্য নাকি মিথ্যা। ভালভাবে না জানা পর্যন্ত আমরা এ বিষয়ে কোন মন্তব্য করতে পারব না।’
মিঠু জানান, এ বিষয়টি বিসিবির এখতিয়ারের বাইরে হলেও এটি শৃঙ্খলার মধ্যেই পড়ে।