শিরোনাম
ঢাকা, ২৮ জুলাই, ২০২৫ (বাসস) : জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে টেবিল টেনিসে অংশগ্রহণের লক্ষ্যে দল গঠন করেছে বাংলাদেশ জেল।
কারা অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কারা মহাপরিদর্শক ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)'র সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের হোসেন বলেন, সাউথ এশিয়ান গেমসে স্বর্ণ, কমনওয়েলথে কোয়ার্টার ফাইনাল ও এশিয়ান কোয়ালিফায়িংয়ের ধারাবাহিকতা দেখে মনে হয়েছে, টেবিল টেনিসে বাংলাদেশ আন্তর্জাতিক সাফল্য পেতে পারে। তাই বাংলাদেশ জেল এই খেলাটির পাশে দাঁড়াতে চায়।
তিনি আরও বলেন, দল গঠনের সময় বর্তমান জাতীয় জুনিয়র চ্যাম্পিয়ন ও আন্তর্জাতিক পদকজয়ীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে, যাতে তারা দীর্ঘদিন দেশের হয়ে খেলতে পারেন।
বাংলাদেশ জেল পুরুষ দলে রয়েছেন সাউথ এশিয়ান জুনিয়র স্বর্ণপদক জয়ী বর্তমান জাতীয় জুনিয়র র্যাংকিং নম্বর এক নাফিজ ইকবাল ও র্যাংকিং নম্বর দুই আবুল হাসান হাসিব। এছাড়া তৃতীয় খেলোয়াড় হিসেবে আছেন সাউথ এশিয়ান জুনিয়র ব্রোঞ্জ জয়ী মোঃ সাগর ।
নারী দলে আছেন সাউথ এশিয়ান ব্রোঞ্জজয়ী আসমা খাতুন লতা এবং নবাগত বুলবুলি ও রাফিয়া।
দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন সাউথ এশিয়ান রৌপ্যজয়ী দলের কোচ মো. আশিকুর রহমান পলাশ।
বিকেএসপির ট্রেনিং ডিরেক্টর কর্নেল হাসান বলেন, “বিকেএসপির তৈরি খেলোয়াড়রা আজ জেল দলে জায়গা পেয়ে আনন্দিত। এটা পাইপলাইন সমৃদ্ধির ফল।”
বাংলাদেশ জাতীয় দলের কোচ মোহাম্মদ আলী বলেন, ‘টেবিল টেনিস খেলায় একটি অফিস দল আসা আমাদের জন্য অনেক বড় ব্যাপার । কারণ একটা অফিস দল আসার অর্থ কমপক্ষে ছয় থেকে সাতটা খেলোয়াড়ের আর্থিক স্বচ্ছলতা ও নির্ভাবনায় খেলার অঙ্গীকার।’