বাসস
  ২৭ জুলাই ২০২৫, ২১:০২

যেকোনো সিরিজ জয় খেলোয়াড়দের পরবর্তী সিরিজে ভালো খেলতে উৎসাহিত করে : মিনহাজুল

ফাইল ছবি

ঢাকা, ২৭ জুলাই ২০২৫ (বাসস) : এশিয়া কাপের আগে শ্রীলংকা এবং পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয় বাংলাদেশের ক্রিকেটের জন্য ইতিবাচক বলে মনে করেন বিসিবির চিফ প্রোগ্রাম কো-অর্ডিনেটর মিনহাজুল আবেদিন নান্নু। 

আজ সাংবাদিকদের মিনহাজুল বলেন, ‘যেকোনো সিরিজ জয় ইতিবাচক লক্ষণ। সিরিজ জয় অগ্রগতির একটি ইতিবাচক সূচক এবং পরবর্তী সিরিজে ভালো খেলতে খেলোয়াড়দের উৎসাহিত করে। এশিয়া কাপের আগে এটি সত্যিই ইতিবাচক।’

কিন্তু পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে একাদশে বড় পরিবর্তনে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তে অসন্তুষ্ট প্রকাশ করেছেন বাংলাদেশ সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক।

২-০ ব্যবধানে এগিয়ে সিরিজ জয় নিশ্চিত করার পর পাকিস্তানকে হোয়াইটওয়াশের সুযোগ ছিল বাংলাদেশের সামনে। অভিজ্ঞ এ ক্রিকেট বিশেষজ্ঞ মনে করেন, শতভাগ সাফল্য নিয়ে সিরিজ শেষ করা উচিত ছিল টাইগারদের।

তৃতীয় ম্যাচে বাংলাদেশ একাদশে পাঁচটি পরিবর্তন আনা হয়। পেসারদের বিশ্রামের পাশাপাশি বেঞ্চে থাকা খেলোয়াড়দের পরখ করে নেওয়া হয়।

মিনহাজুল বলেন, ‘জয় দিয়ে সিরিজ শেষ করতে পারলে ভাল হতো। যেকোনো জয়ই গুরুত্বপূর্ণ। আমি বুঝতে পারছি সিরিজ নিশ্চিত করার পর শেষ ম্যাচে তারা কিছু খেলোয়াড়কে পরখ  দেখার চেষ্টা করেছিল। কিন্তু আমার মতে, তাদের এই পরিবর্তন এড়িয়ে চলা উচিত।’

তিনি আরও বলেন, ‘যেকোনো জয়ই বাড়তি আত্মবিশ্বাস দেয় এবং ক্রিকেট খেলায় আত্মবিশ্বাস অনেক বেশি গুরুত্বপূর্ণ।’

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশের দল গঠনের চেষ্টাকালে নান্নুর বিশ্বাস দলের সেরা খেলোয়াড়দের যতটা সম্ভব ম্যাচ খেলা উচিত। 

তিনি বলেন, ‘আমাদের ২০ জন খেলোয়াড়ের একটি পুল নিয়ে কাজ করা উচিত এবং সেরা পারফর্মকারীদের বেশি সুযোগ দেওয়া উচিত। আত্মবিশ্বাস এবং ফর্ম অর্জনের জন্য তাদের ধারাবাহিক ক্রিকেটের সাথে থাকা উচিত।’

বিশ্বব্যাপী টুর্নামেন্টে মানিয়ে নেওয়ার জন্য মানসম্পন্ন উইকেটে খেলার উপরও জোর দিয়েছেন মিনহাজুল।

তিনি বলেন, ‘টিম ম্যানেজমেন্টের উচিত সঠিক কন্ডিশন এবং উইকেট বেছে নেওয়া। আমি মনে করি বিশ্বকাপে যাওয়ার আগে স্পোর্টিং উইকেটে খেলে প্রস্তুতি নিলে ভাল হবে।’