শিরোনাম
ঢাকা, ২৫ জুলাই, ২০২৫ (বাসস) : পেসার শাহিন শাহ আফ্রিদিকে ফিরিয়ে এনে ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য পৃথক-পৃথক দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এবারও টি-টোয়েন্টি দলে সুযোগ পাননি বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান।
ওয়ানডে সিরিজে দলকে নেতৃত্ব দেবেন রিজওয়ান। সর্বশেষ দুই সিরিজ বিবেচনায় রিজওয়ানের ওয়ানডে অধিনায়কত্ব ঝুঁকির মুখে পড়েছিল। রিজওয়ানের অধীনে গত মার্চে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম রাউন্ড থেকে বিদায়ের পর নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল পাকিস্তান।
পিসিবির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন রিজওয়ান। ১৬ সদস্যের দলে নতুন মুখ হাসান নাওয়াজ।’
দুই সিরিজ পর আবারও টি-টোয়েন্টি দলে ফিরলেন আফ্রিদি। ঘরের মাঠে ও বাংলাদেশ সফরের দল থেকে বাদ পড়েছিলেন তিনি। দলে আরও ফিরেছেন দুই পেসার হারিস রউফ ও হাসান আলী।
১ আগস্ট থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি এবং ৯ আগস্ট থেকে ওয়ানডে সিরিজ শুরু করবে পাকিস্তান।
পাকিস্তান টি-টোয়েন্টি দল : সালমান আগা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলি, হাসান নাওয়াজ, হোসেন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নাওয়াজ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম।
পাকিস্তান ওয়ানডে দল : মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), সালমান আগা, আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান আলি, হাসান নাওয়াজ, হোসেন তালাত, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নাওয়াজ, নাসিম শাহ, সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম।