শিরোনাম
ঢাকা, ২৫ জুলাই, ২০২৫ (বাসস) : বিশ্ব চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস ক্রিকেটে বিধ্বংসী সেঞ্চুরি হাঁকালেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স।
গত রাতে টুর্নামেন্টের অষ্টম ম্যাচে লেস্টারে ইংল্যান্ড চ্যাম্পিয়ন্সের বিপক্ষে ৪১ বলে সেঞ্চুরি করেন ৪১ বছর বয়সী ডি ভিলিয়ার্স।
এ ম্যাচ টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৫২ রান করে ইংল্যান্ড। জবাবে ৪৬ বল বাকী থাকতে ১০ উইকেটের জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।
ওপেনার হিসেবে নেমে ২১ বলে প্রথম অর্ধশতক ও ২০ বলে পরের হাফ-সেঞ্চুরির তুলে নেন ২০২১ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়া দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্সের ডি ভিলিয়ার্স। শেষ পর্যন্ত ১৫ চার ও ৭ ছক্কায় ৫১ বলে ১১৬ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি।
অন্যপ্রান্তে ডি ভিলিয়ার্সের ব্যাটিং তাণ্ডব উপভোগ করা হাশিম আমলা ৪ চারে ২৫ বলে ২৯ রানে অপরাজিত থাকেন।
এর আগে ভারত চ্যাম্পিয়ন্সের বিপক্ষেও ব্যাট হাতে ঝড় তুলেছিলেন ডি ভিলিয়ার্স। ঐ ম্যাচে ৪টি চার ও ৩টি ছক্কায় ৩০ বলে অপরাজিত ৬১ রান করেছিলেন তিনি।
এই জয়ে ৩ ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠেছে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্স।