বাসস
  ২৪ জুলাই ২০২৫, ২০:১৬

শরিফুল অপরাজিত ‘৫০’

ঢাকা, ২৪ জুলাই ২০২৫ (বাসস) : বাংলাদেশের ১৩তম খেলোয়াড় হিসেবে টি-টোয়েন্টিতে ৫০তম ম্যাচ খেলতে নেমেছেন বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম। 

আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে ক্যারিয়ারের ৫০তম ম্যাচ খেলতে নামেন শরিফুল।

২০২১ সালের মার্চে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয় শরিফুলের। এরপর দলের পেস আক্রমণের অন্যতম গুরুত্বপূর্ণ বোলার হয়ে যান তিনি। 

পাকিস্তানের বিপক্ষে মাইলফলকের ম্যাচ খেলতে নামার আগে ৪৯ টি-টোয়েন্টিতে ৫৭ উইকেট শিকার করেছেন শরিফুল। তার বোলিং গড়- ২২.৮৫ ও ইকোনমি ৮.০৭। ক্যারিয়ার সেরা বোলিং করেছেন পাকিস্তানের বিপক্ষে চলতি সিরিজের দ্বিতীয় ম্যাচে। ৪ ওভারে ১৭ রানে ৩ উইকেট নিয়েছিলেন তিনি। 

শরিফুলের আগে বাংলাদেশের হয়ে ৫০ বা তার বেশি ম্যাচ খেলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, লিটন দাস, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, তামিম ইকবাল, আফিফ হোসেন, মাহেদি হাসান, মাশরাফি বিন মর্তুজা, ও নাজমুল হোসেন শান্ত। 

এছাড়াও বাংলাদেশের জার্সিতে ১২টি টেস্ট ও ৪০টি ওয়ানডে খেলেছেন শরিফুল। টেস্টে ২৬ ও ওয়ানডেতে ৫৮ উইকেট নিয়েছেন ২৪ বছর বয়সী এই পেসার।