শিরোনাম
ঢাকা, ২৪ জুলাই ২০২৫ (বাসস) : সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি জয়ের জন্য বাংলাদেশকে ১৭৯ রানের টার্গেট দিয়েছে সফরকারী পাকিস্তান। এ ম্যাচে প্রথমে ব্যাট করে ওপেনার শাহিবজাদা ফারহানের হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৭ উইকেটে ১৭৮ রান করে পাকিস্তান। ফারহান ৪১ বলে ৬৩ রান করেন।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে পাকিস্তান। পাওয়ার প্লেতে ৬ ওভারে বিনা উইকেটে ৫৭ রান তুলেন দুই ওপেনার শাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুব। সপ্তম ওভারে টি-টোয়েন্টি ক্যারিয়ারের টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় হাফ-সেঞ্চুরি তুলে নেন ২৯ বল খেলা ফারহান।
অষ্টম ওভারে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন স্পিনার নাসুম আহমেদ। ডিপ মিড উইকেটে শামীম হোসেনকে ক্যাচ দেন সাইম। ২টি চার ও ১টি ছক্কায় ১৫ বলে ২১ রান করেন সাইম।
দলীয় ৮২ রানে প্রথম উইকেট পতনের পর বেশিক্ষণ টিকতে পারেননি ফারহান। ৬টি চার ও ৫টি ছক্কায় ৪১ বলে ৬৩ রান করা ফারহানকেও শিকার করেন নাসুম।
মিডল অর্ডারে মোহাম্মদ হারিসকে ৫ রানে তাসকিন আহমেদ এবং হুসেন তালাতকে ১ রানে থামান মোহাম্মদ সাইফুদ্দিন।
তবে চার নম্বরে নেমে ব্যাট হাতে ঝড় তুলেন হাসান নাওয়াজ। আগের দুই ম্যাচে রানের খাতাই খুলতে পারেননি তিনি। এবার বাংলাদেশ বোলারদের উপর চড়াও হয়ে ১ চার ও ৩ ছক্কায় ১৭ বলে ৩৩ রান করে ৫০তম ম্যাচ খেলতে নামা শরিফুল ইসলামের শিকার হন হাসান।
১৬তম ওভারে ১৩২ রানে ৫ উইকেট পতনের পর পাকিস্তানকে বড় সংগ্রহের পথ দেখান অধিনায়ক সালমান আঘা ও মোহাম্মদ নাওয়াজ। ২৩ বলে ৪১ রানের জুটিতে দলের রান ১৭০ পার করেন তারা। উদ্বোধনী জুটির পর এটি পাকিস্তানের ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি।
শেষ ওভারের প্রথম বলে মোহাম্মদ নাওয়াজকে আউট করে জুটি ভাঙ্গেন পেসার তাসকিন আহমেদ। ২টি করে চার-ছক্কায় ১৬ বলে ২৭ রান করেন মোহাম্মদ নাওয়াজ।
ঐ ওভারে ফাহিম আশরাফকেও ৪ রানে শিকার করেছেন তাসকিন। শেষ ওভারে ৫ রান দিয়ে পাকিস্তানের ২ উইকেট নেন তাসকিন। এতে ২০ ওভারে ৭ উইকেটে ১৭৮ রানের সংগ্রহ পায় পাকিস্তান। সালমান ১২ ও আব্বাস আফ্রিদি ১ রানে অপরাজিত থাকেন।
৪ ওভারে ৩৮ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সফল বোলার তাসকিন। এছাড়া নাসুম ২২ রানে ২টি এবং শরিফুল ও সাইফুদ্দিন ১টি করে উইকেট নেন।