শিরোনাম
ঢাকা, ২২ জুলাই, ২০২৫ (বাসস) : গতকাল ঢাকার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত এবং আহতদের জন্য শোক দিবস পালন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে বিসিবি।
জাতীয় শোক দিবস উপলক্ষে আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবং বিসিবির সকল ভেন্যুতে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে।
আজ বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালন করা হবে। উভয় দলের খেলোয়াড়, অফিসিয়াল এবং ম্যাচ কর্মকর্তারা কালো ব্যাজ পড়ে মাঠে নামবেন।
ভয়াবহ দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ খেলা চলাকালীন ভেন্যুতে কোনও গান বাজানো হবে না।
নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো এবং এই শোকের সময় জাতির সাথে সংহতি প্রকাশ করছে বিসিবি।