বাসস
  ২১ জুলাই ২০২৫, ১৬:৫৬

গ্রিন-ওয়েন ঝড়ে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ শুরু অস্ট্রেলিয়ার

ঢাকা, ২১ জুলাই, ২০২৫ (বাসস) : ক্যামেরুন গ্রিন ও অভিষিক্ত মিচেল ওয়েনের ব্যাটিং ঝড়ে জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ শুরু করল অস্ট্রেলিয়া। 

আজ সকালে অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া ৩ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। গ্রিন ২৬ বলে ৫১ ও ওয়েন ২৭ বলে ৫০ রান করেন। 

জ্যামাইকার সাবিনা পার্কে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ৩২ রানে প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ১২ বলে ১৮ রান করেন ব্র্যান্ডন কিং। দ্বিতীয় উইকেটে ৫৫ বলে ৯১ রানের জুটিতে দলকে ভাল অবস্থায় নেন অধিনায়ক শাই হোপ ও রোস্টন চেজ। দু’জনই হাফ-সেঞ্চুরি করে থামেন। 

৪টি চার ও ৩টি ছক্কায় ৩৯ বলে ৫৫ রান করেন হোপ। চেজের ৩২ বলে ৬০ রানের ইনিংসে ৯টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারি ছিল। এছাড়া শিমরোন হেটমায়ারের ১৯ বলে ৩৮ রানের সুবাদে ২শ রান পার করার সুযোগ ছিল ওয়েস্ট ইন্ডিজের। কিন্তু শেষ দিকে ২ রানে ৪ উইকেট পতনে ২০ ওভারে ৮ উইকেটে ১৮৯ রানের বেশি করতে পারেনি ক্যারিবীয়রা। 

১৯তম ওভারে ৩ উইকেটসহ ৩৬ রানে চার ব্যাটারকে শিকার করেন অস্ট্রেলিয়ার পেসার বেন ডোয়ার্শিস। 

জবাবে খেলতে নেমে ৭৮ রানে ৪ উইকেট হারায় অস্ট্রেলিয়া। অধিনায়ক মিচেল মার্শ ২৪, জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক ২, জশ ইংলিশ ১৮ ও গ্লেন ম্যাক্সওয়েল ১১ রান করেন। পঞ্চম উইকেটে ৪০ বলে ৮০ রানের জুটিতে অস্ট্রেলিয়াকে লড়াইয়ে ফেরান গ্রিন ও ওয়েন। 

২ চার ও ৫ ছক্কায় গ্রিন ২৬ বলে ৫১ রানে আউট হলেও অস্ট্রেলিয়ার জয়ের পথ সহজ করে থামেন ওয়েন। তার বিদায়ের সময় ৪ উইকেট হাতে নিয়ে ২১ বলে ১৫ রান দরকার ছিল অসিদের। শেষ পর্যন্ত ৭ বল বাকী থাকতে জয় নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া। 

৬ ছক্কায় ২৭ বলে ৫০ রান করেন ওয়েন। রিকি পন্টিং ও ডেভিড ওয়ার্নারের পর অস্ট্রেলিয়ার তৃতীয় ব্যাটার হিসেবে টি-টোয়েন্টির অভিষেকে হাফ-সেঞ্চুরি করেছেন ওয়েন। এছাড়া অভিষেকে সবচেয়ে বেশি ছক্কায় ওয়ার্নারের রেকর্ড ভেঙ্গেছেন তিনি। অভিষেক ম্যাচের সেরার পুরস্কারও জিতেছেন ওয়েন।

আগামী ২৩ জুলাই সিরিজের দ্বিতীয় ম্যাচে আবারও মুখোমুখি হবে দু’দল।