বাসস
  ২০ জুলাই ২০২৫, ২৩:১২

মুস্তাফিজের নয়া রেকর্ড

ঢাকা, ২০ জুলাই, ২০২৫ (বাসস) : আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশি বোলার হিসেবে ৪ ওভার বোলিং করে সবচেয়ে কম রান দেওয়ার নয়া রেকর্ড গড়লেন মুস্তাফিজুর রহমান।

আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৪ ওভার বল করে ৬ রান দিয়ে ২ উইকেট নেন মুস্তাফিজ।

ফলে বাংলাদেশি বোলারদের মধ্যে ৪ ওভার বোলিং কোটায় সবচেয়ে কম রানের রেকর্ড দখলে নিলেন মুস্তাফিজ। 

এই রেকর্ড দখলে নেওয়ার পথে সতীর্থ পেসার তানজিম হাসানকে পেছনে ফেলেছেন মুস্তাফিজ। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে কিংসটাউনে নেপালের বিপক্ষে ৪ ওভারে ২ মেডেন দিয়ে ৭ রানে ৪ উইকেট নিয়েছিলেন তানজিম। 

এক বছরেরও বেশি সময় পর ৪ ওভারে সবচেয়ে কম রান দেওয়ার ক্ষেত্রে তানজিমের রেকর্ড ভাঙ্গলেন মুস্তাফিজ।