বাসস
  ২০ জুলাই ২০২৫, ২২:৩৮

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে সর্বনিম্ন রান পাকিস্তানের

ঢাকা, ২০ জুলাই, ২০২৫ (বাসস) : বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথম ইনিংসে দলীয় সর্বনিম্ন রানের নজির গড়েছে পাকিস্তান। 

আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে প্রথমে ব্যাট করে ১৯.৩ ওভারে ১১০ রানে অলআউট হয় সফরকারী পাকিস্তান। টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে এটিই সর্বনিম্ন রান পাকিস্তানের। 

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের আগের সর্বনিম্ন রান ছিল ৭ উইকেটে ১২৯। 

২০১৬ সালে মিরপুরে এশিয়া কাপের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১২৯ রান করেছিল পাকিস্তান। শেষ পর্যন্ত ম্যাচটি ৫ উইকেটে হারে পাকিস্তান।