শিরোনাম
ঢাকা, ২০ জুলাই ২০২৫ (বাসস) : এক ম্যাচ বাকী রেখেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
গতরাতে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ১০৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। প্রথম ম্যাচে ১৩০ রানে জিতেছিল বাংলাদেশ। ফলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ জয় নিশ্চিত করল যুবারা।
বেনোনির উইলোমুর পার্কে টস হেরে প্রথমে ব্যাট করে তিন ব্যাটারের হাফ-সেঞ্চুরিতে ৫০ ওভারে ৬ উইকেটে ২৬৫ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।
প্রথম ম্যাচের মত দ্বিতীয়টিতেও হাফ-সেঞ্চুরি তুলে নেন ওপেনার জাওয়াদ আবরার। ১ চার ও ৬ ছক্কায় ৫৩ বলে ৫৭ রান করেন তিনি।
তিন নম্বরে নেমে ৯০ বলে ৪ চার ও ২ ছক্কায় ৬৭ রান করেন অধিনায়ক আজিজুল হাকিম। তৃতীয় উইকেটে রিজান হোসেনের সাথে ১শ রানের জুটি গড়েন আজিজুল। ৪টি বাউন্ডারিতে ৭১ বলে ৫২ রান করেন রিজান।
শেষ দিকে সামিউন বশির ২০ বলে ২৫, ফরিদ হাসান ১৪ ও আল ফাহাদ ১৫ রান করেন।
দক্ষিণ আফ্রিকার কর্ন বোথা ও পল জেমস ২টি করে উইকেট নেন।
জবাবে বাংলাদেশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৩০.২ ওভারে ১৬১ রানে অলআউ হয় দক্ষিণ আফ্রিকা। দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন অধিনায়ক জেসন রোলেস।
বাংলাদেশের আল ফাহাদ-আজিজুল ও স্বাধীন ইসলাম ২টি করে উইকেট নেন।
আগামী ২২ জুলাই বেনোনিতেই সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলবে দু’দল।