শিরোনাম
ঢাকা, ১৮ জুলাই, ২০২৫ (বাসস) : ছাত্র জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বান্দরবানে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।
আজ ভোরে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে ও পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় এই প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়।
ম্যারাথনটি বান্দরবানের মেঘলা পর্যটন এলাকা থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে শেষ হয়।
ভোর ৫টায় প্রতীকী ম্যারাথনের উদ্বোধন করেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।
পরবর্তীতে সকাল ৮টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক শামীম আরা রিনি।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মো.আবু তালেব, জেলা ক্রীড়া অফিসার মো. রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম, যুব উন্নয়ন অধিদপ্তর বান্দরবান কার্যালয়ের উপ পরিচালক মো. এনায়েত করিম, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো.আসিফ রায়হান, সম্মিলিত ক্রীড়া পরিষদ বান্দরবানের সভাপতি আজাহারুল ইসলাম বাবুলসহ উর্ধ্বতন কর্মকর্তা এবং ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় ৬০ জন নারী এবং ১১ জন পুরুষ অংশ নেয়।