শিরোনাম
ঢাকা, ১৮ জুলাই ২০২৫ (বাসস) : ইংল্যান্ডের দ্বিতীয় ও বিশ্বের সপ্তম ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ১৩ হাজার রান ক্লাবে নাম লিখিয়েছেন জশ বাটলার।
গতরাতে ভাইটালিটি ব্লাস্টে ইয়র্কশায়ারের বিপক্ষে ল্যাঙ্কাশায়ারের হয়ে ৮টি চার ও ৩টি ছক্কায় ৪৬ বলে ৭৭ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলার পথে টি-টোয়েন্টি ক্রিকেটে ১৩ হাজার রানের মালিক হন বাটলার।
টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৪৫৭ ম্যাচের ৪৩১ ইনিংসে ৮ সেঞ্চুরি ও ৯৩ হাফ-সেঞ্চুরিতে ১৩ হাজার ৪৬ রান করেছেন তিনি।
বাটলারের আগে ইংল্যান্ডের হয়ে সংক্ষিপ্ত ফরম্যাটে ১৩ হাজার রান করেছেন অ্যালেক্স হেলস। ৫০৩ ম্যাচে ৪৯৯ ইনিংসে ৭ শতক ও ৮৭ অর্ধশতকে ১৩,৮১৪ রান করেছেন হেলস।
টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। ৪৬৩ ম্যাচে ১৪ হাজার ৫৬২ রান করেছেন তিনি।
টি-টোয়েন্টিতে ১৩ হাজার রান করা অন্য ব্যাটাররা হলেন ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড, অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, ভারতের ভিরাট কোহলি ও পাকিস্তানের শোয়েব মালিক।
বাটলারের মাইলফলক স্পর্শ করা ম্যাচ ২১ রানে জিতেছে ল্যাঙ্কাশায়ার। ম্যাচ সেরা হন বাটলার।