শিরোনাম
ঢাকা, ১৭ জুলাই ২০২৫ (বাসস) : পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি২০ সিরিজের জন্য শ্রীলংকায় সিরিজ জয়ী দলটির উপরই আস্থা রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে একটিও পরিবর্তন আনা হয়নি। সিরিজকে সামনে রেখে আজ ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।
রোববার থেকে মিরপর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের সিরিজ। একই ভেন্যুতে ২২ ও ২৪ জুলাই হবে সিরিজের পরের দুই ম্যাচে। ইতোমধ্যেই ঢাকায় এসে পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল।
শ্রীলংকা সফর শেষে বাংলাদেশ দল আজ দুপুরে দেশে ফিরেছে। গতকাল কলম্বোতে তৃতীয় ম্যাচে আট উইকেটে জয়ী হয়ে টি২০ সিরিজে ২-১ ব্যবধানে জয় তুলে নিয়েছে টাইগাররা।
প্রথম অধিনায়ক হিসেবে লিটন দাসের নেতৃত্বে বিদেশের মাটিতে বাংলাদেশ দুটি টি২০ সিরিজ জয়ের কৃতিত্ব অর্জন করলো। এর আগে গত বছর ডিসেম্বরে লিটনের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশ ৩-০ ব্যবধানে সিরিজ জয় করেছিল।
শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের ব্যাটাররা নিজেদের উন্নতির চেষ্টা করেছে। বিশেষ করে টি২০ সিরিজে তানজিদ হাসান, লিটন দাস, তাওহিদ হৃদয় ও শামিম হোসেন গুরুত্বপূর্ণ রান করেছেন। অফ স্পিনার মাহেদ হাসান তৃতীয় ম্যাচে দুর্দান্ত বোলিং করে ১১ রানে ৪ উইকেট দখল করেছেন। এছাড়াও রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমান প্রতি ওভাওে ইকনোমি রেট ছয়ের নীচে রেখে সিরিজ শেষ করেছেন।
এ বছর মে-জুনে লাহোরে পাকিস্তানের বিপক্ষে ৩-০ ব্যবধানে টি২০ সিরিজ পরাজিত হয়েছিল বাংলাদেশ। টি২০ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের সাফল্যের পারদও বেশ ভাল। এ পর্যন্ত খেলা ২২টি টি২০’তে পাকিস্তান ১৯টিতেই জয়ী হয়েছে।
এদিকে অতিরিক্ত বৃষ্টির কারনে টি২০ সিরিজের আগে বাংলাদেশের স্বাভাবিক প্রস্তুতি নিয়ে দু:শ্চিন্তা দেখা দিয়েছে।
বাংলাদেশের টি২০ স্কোয়াড-
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাইম শেখ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামিম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন।