বাসস
  ১৬ জুলাই ২০২৫, ২০:৪৫

জুলাই শহীদ দিবস পালন করেছে বিসিবি

ঢাকা, ১৬ জুলাই ২০২৫ (বাসস) : ২০২৪ সালের জুলাই মাসে আন্দোলনে যারা প্রাণ দিয়েছিলেন তাদের স্মরণে আজ শহীদ দিবস পালন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জুলাইয়ে যারা দেশের জন্য আত্মত্যাগ করেছে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে নিজ কার্যালয়ে স্মারক অনুষ্ঠানের আয়োজন করে বিসিবি। 

দেশের সকল বিসিবি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

বিসিবি প্রাঙ্গণে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে দিনটি শুরু হয়। যোহরের নামাজের পর শহীদদের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য বিশেষ খাবার বিতরণের আয়োজন করে বিসিবি।

এছাড়াও শোকের প্রতীক হিসেবে কালো ব্যাজ পরেন বিসিবি কর্মীরা।