শিরোনাম
ঢাকা, ১৬ জুলাই ২০২৫ (বাসস) : শ্রীলংকা থেকে দেশে ফিরে আসার ২৪ ঘন্টারও কম সময় পর আগামী শুক্রবার থেকে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল।
আজ শ্রীলংকা সফরে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ শেষে আগামীকাল দেশে ফিরবে বাংলাদেশ দল।
দেশে ফিরেই হোটেলে উঠবে বাংলাদেশ দল। আগামী রোববার থেকে সিরিজ শুরুর আগে দুই দিনের অনুশীলন সেশন করবে টাইগাররা।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সিরিজের শেষ দুই ম্যাচ যথাক্রমে- ২২ এবং ২৪ জুলাই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।