শিরোনাম
ঢাকা, ১৬ জুলাই ২০২৫ (বাসস): আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ে বোলিং তালিকায় ক্যারিয়ার সেরা অবস্থানে পৌঁছেছেন বাংলাদেশের স্পিনার রিশাদ হোসেন। ৬২৩ রেটিং নিয়ে ১২ ধাপ এগিয়ে ১৭ নম্বরে উঠেছেন রিশাদ।
আজ পুরুষ ক্রিকেটারদের টি-টোয়েন্টি র্যাংকিয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
শ্রীলংকার বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে ৪ উইকেট নেন রিশাদ। প্রথম ম্যাচে ২৪ রানে ১ এবং দ্বিতীয় ম্যাচে ১৮ রানে ৩ উইকেট শিকার করেন তিনি। দুর্দান্ত বোলিং নৈপুন্যে ক্যারিয়ার সেরা র্যাংকিংয়ে উঠেছেন রিশাদ। বাংলাদেশি বোলারদের মধ্যে এখন রিশাদই সেরা অবস্থানে আছেন।
প্রথম ম্যাচের একাদশে না থাকলেও দ্বিতীয় ম্যাচে খেলতে নেমেই ১২ রানে ২ উইকেট নেন পেসার শরিফুল ইসলাম। ২০ ধাপ এগিয়ে ৪৮২ রেটিং নিয়ে ৫৭ নম্বরে আছেন তিনি।
ব্যাটারদের তালিকায় বড় লাফ দিয়েছেন লিটন দাস ও পারভেজ হোসেন ইমন। শ্রীলংকার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৬ রান করলেও, দ্বিতীয় ম্যাচে ৫০ বলে ৭৬ রানের ইনিংস খেলেন লিটন। এতেই ৭ ধাপ এগিয়ে ৫৪১ রেটিং নিয়ে যৌথভাবে ৪৪ নম্বরে আছেন টাইগার অধিনায়ক।
সিরিজের প্রথম ম্যাচে ২২ বলে ৩৮ রানের ইনিংস খেলার সুবাদে ১২ ধাপ এগিয়ে ৮৫ নম্বরে উঠেছেন পারভেজ।
প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হন বাংলাদেশ ওপেনার তানজিদ হাসান। মাত্র ২১ রান করেন তিনি। দুই ধাপ পিছিয়ে ৫৫ নম্বরে নেমে গেছেন এই বাঁ-হাতি ওপেনার।
অলরাউন্ডারদের র্যাংকিংয়ে ২১ ধাপ উন্নতি হয়েছে মেহেদি হাসান মিরাজের। ৯২ রেটিং নিয়ে আফগানিস্তানের গুলবাদিন নাইব ও নেদারল্যান্ডসের বাস ডে লেডের সাথে যৌথভাবে ৪১ নম্বরে আছেন মিরাজ।
টি-টোয়েন্টি ব্যাটিং তালিকায় অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড, বোলারদের তালিকায় নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি এবং অলরাউন্ডার তালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছেন ভারতের হার্দিক পান্ডিয়া।