বাসস
  ১৫ জুলাই ২০২৫, ২১:১৯

শহীদ আবু সাঈদ ফিদে র‌্যাপিড রেটিং দাবা কাল শুরু

ঢাকা, ১৫ জুলাই, ২০২৫ (বাসস) : শহীদ আবু সাঈদের স্মরণে বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে শহীদ আবু সাঈদ ফিদে র‌্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা আগামীকাল সকাল ১১.০০টা থেকে বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে শুরু হবে। 

৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠেয় এ র‌্যাপিড রেটিং দাবা ইভেন্টের বিজয়ীদের নগদ এক লক্ষ টাকা অর্থ পুরস্কার দেয়া হবে। অংশগ্রণকারী সকল খেলোয়াড়কে আগামীকাল সকাল ১০.৩০ মিনিটের মধ্যে খেলার কক্ষে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।