বাসস
  ১৫ জুলাই ২০২৫, ২০:৪৪

পুমার সাথে ১ বিলিয়ন পাউন্ডের চুক্তি করলো ম্যান সিটি

ঢাকা, ১৫ জুলাই, ২০২৫ (বাসস) : আগামী ১০ বছরের জন্য বিশ্বের তৃতীয় বৃহত্তম স্পোর্টসওয়্যার প্রস্তুতকারী প্রতিষ্ঠান পুমার সাথে ১ বিলিয়ন পাউন্ডের ব্লকবাস্টার নতুন কিট চুক্তি স্বাক্ষর করেছে ম্যানচেস্টার সিটি।

এই চুক্তি প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে বড় কিট তৈরীর পার্টনারশীপ হিসেবে বিবেচিত হবে। 

২০১৯ সালে জার্মান এই বহুজাতিক প্রতিষ্ঠানের সাথে প্রতি বছর ৬৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে চুক্তি করেছিল সিটিজেনরা। ব্রিটিশ গণমাধ্যমের তথ্যমতে ২০৩৫ সাল পর্যন্ত নতুন চুক্তিতে প্রতি বছর এর পরিমান দাঁড়িয়েছে ১০০ মিলিয়ন পাউন্ড। 

২০২৩ সালে জার্মান আরেক বহুজাতিক প্রতিষ্ঠান এডিডাসের সাথে বাৎসরিক ৯০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ম্যানচেস্টার ইউনাইটেড চুক্তি করেছিল যা এতদিন পর্যন্ত সর্বোচ্চ ছিল। 

স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা উভয় ক্লাবই প্রতি বছর কিট চুক্তি বাবদ ১০০ মিলিয়ন পাউন্ডের বেশী ব্যয় করে।

সিটি ফুটবল গ্রুপের প্রধান নির্বাহী ফেরান সোরিয়ানো বলেন, ‘আমরা নিজেদেরকে চ্যালেঞ্জ জানাতে এবং প্রত্যাশা ছাড়িয়ে যাওয়ার উচ্চাকাঙ্খা নিয়ে পুমার সাথে যোগ দিয়েছি। গত ছয় মৌসুমে আমরা এটি এবং আরও অনেক কিছু অর্জন করেছি। পুমা আমাদের সংগঠনের সাথে নির্বিঘ্নে একীভূত হয়েছে এবং আমরা একসাথে অনেক ঐতিহাসিক মুহূর্ত উপভোগ করেছি, বিশ্বব্যাপী ভক্তদের সাথে যোগাযোগ করেছি।’

পুমার প্রধান নির্বাহী আর্থার হোল্ড বলেন, ‘ম্যানচেস্টার সিটির সাথে পুমার অংশীদারিত্ব মাঠে এবং মাঠের বাইরে উভয় ক্ষেত্রেই দুর্দান্ত সাফল্য পেয়েছে।’

২০১৬-১৭ মৌসুমের পর প্রথম কোন শিরোপা ছাড়াই গত মৌসুম শেষ করেছে সিটি। সেই ব্যর্থতা কাটিয়ে উঠতে এবার বদ্ধপরিকর পেপ গার্দিওলার দল। আগের চার মৌসুমে টানা শিরোপা জয়ের পর সিটি গত মৌসুমে তৃতীয় স্থানে থেকে লিগ শেষ করেছে। এছাড়া এফএ কাপের ফাইনালে ক্রিস্টাল প্যালেসের কাছে পরাজিত হয়ে হতাশ করেছে। সদ্য সমাপ্ত ক্লাব বিশ্বকাপে শেষ ষোলতে সৌদি পেশাদার ক্লাব আল-হিলালের কাছে পরাজিত হয়ে বিদায় নিয়েছে।