বাসস
  ১৫ জুলাই ২০২৫, ১৮:০৮

নাপোলি থেকে স্থায়ীভাবে গ্যালাতাসারেতে যোগদানের দ্বারপ্রান্তে ওশিমেন

ঢাকা, ১৫ জুলাই ২০২৫ (বাসস) : টার্কিশ ক্লাব গ্যালাতাসারের সাথেনাইজেরিয়ান স্ট্রাইকার ভিক্টর ওশিমেনের স্থায়ী চুক্তির প্রস্তাব নিয়ে নাপোলির বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে। নতুন তথ্য অনুযায়ী এই চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন তারকা এই স্ট্রাইকার। যে কারনে সোমবার সিরি-এ চ্যাম্পিয়ন নাপোলির নতুন মৌসুমের প্রথম অনুশীলনে অনুপস্থিত ছিলেন ওশিমেন। 

এক সংক্ষিপ্ত বিবৃতিতে নাপোলি বলেছে, ‘মেডিকেল পরীক্ষা ও শারিরীক টেস্টের জন্য খেলোয়াড়রা অনুশীলন সেন্টাওের একত্রিত হয়েছিল। কিন্তু সেখানে ভিক্টর ওশিমেন অনুপস্থিত ছিলেন। যদিও অনুপস্থিতির কারন হিসেবে তিনি মেডিকেল সার্টিফিকেট দেখিয়েছেন। 

২০২৩ সালে নাপোলির লিগ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ওশিমেন। গত মৌসুমে তিনি ধারে তুরষ্কের ক্লাবটিতে খেলে ৩০ লিগ ম্যাচে ২৬ গোল করেছেন। তার নৈপুন্যে ইস্তাম্বুলের ক্লাবটি ২৫তম সুপার লিগ শিরোপা জয় করে। 

নাপোলি কোচ এন্টোনিও কন্টে অবশ্য আগামী মৌসুমে লিগ শিরোপা ধরে রাখার পরিকল্পনায় ২৬ বছর বয়সী নাইজেরিয়ান তারকাকে রাখেননি। বিভিন্ন তথ্যমতে জানা গেছে ৭৫ মিলিয়ন ইউরোর কমে ওশিমেনকে ছাড়বে না ইতালিয়ান জায়ান্টরা। বেশ কয়েক সপ্তাহ ধরেই গ্যালাতাসারের সাথে এনিয়ে আলোচনা চলছে। 

ট্রান্সফার ব্যয় নিয়ে দুই দল এখনো কোন সিদ্ধান্তে আসতে পারেনি। 

সম্প্রতি প্রিমিয়ার লিগ জায়ান্ট ম্যানচেস্টার সিটি থেকে বেলজিয়ান তারকা কেভিন ডি ব্রুইনাকে দলে ভিড়িয়েছে নাপোলি। কিন্তু সোমবার অনুশীলনে রিপোর্ট করা খেলোয়াড়দের মধ্যে ৩৪ বছর বয়সী ডি ব্রুইনা ছিলেন না।