বাসস
  ১৩ জুলাই ২০২৫, ১৯:৩৯
আপডেট : ১৩ জুলাই ২০২৫, ২২:৩৫

লিটনের হাফ-সেঞ্চুরিতে শ্রীলংকাকে ১৭৮ রানের টার্গেট দিল বাংলাদেশ

ঢাকা, ১৩ জুলাই ২০২৫ (বাসস) : অধিনায়ক লিটন দাসের হাফ-সেঞ্চুরিতে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলংকাকে ১৭৮ রানের টার্গেট দিল সফরকারী বাংলাদেশ। টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৭৭ রান করে টাইগাররা। ৫০ বলে ৭৬ রান করেন লিটন। 

ডাম্বুলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৭ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। ৩ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি পারভেজ হোসেন। ৮ বলে ৫ রান করে বিদায় নেন তানজিদ হাসান। 

২ ওভারের মধ্যে ২ উইকেট হারানোর পর অধিনায়ক লিটন ও তাওহিদ হৃদয়ের দৃঢ়তায় পাওয়ার প্লেতে ৩৯ রান পায় বাংলাদেশ। নবম ওভারে দলের রান হাফ-সেঞ্চুরিতে নেন তারা। 

দশম ওভারে ব্যক্তিগত ৩২ রানে স্টাম্পিংয়ের হাত থেকে রক্ষা পান লিটন। ১২তম ওভারে হৃদয়কে থামিয়ে জুটি ভাঙ্গেন শ্রীলংকার বিনুরা ফার্নান্দো। ঐ ওভারেই মেহেদি হাসান মিরাজকেও শিকার করেন বিনুরা। ২টি চার ও ১টি ছক্কায় ২৫ বলে ৩১ রান করেন হৃদয়। ১ রানে থামেন মিরাজ। তৃতীয় উইকেটে লিটনের সাথে ৫৫ বলে ৬৯ রান যোগ করেন হৃদয়। 

৭৮ রানে চতুর্থ উইকেট পতনের পর বাংলাদেশের রানের চাকা ঘুড়িয়েছেন লিটন ও শামিম। এসময় ছক্কা মেরে ৩৮ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১২তম হাফ-সেঞ্চুরি তুলে নেন লিটন। ১৩ ইনিংস পর টি-টোয়েন্টিতে অর্ধশতকের দেখা পেলেন লিটন। সর্বশেষ গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে হাফ-সেঞ্চুরি করেছিলেন লিটন।

লিটনের হাফ-সেঞ্চুরিতে ১৫ ওভার শেষে বাংলাদেশের রান দাঁড়ায় ৪ উইকেটে ১১৫। এরপর শ্রীলংকার বোলারদের উপর চড়াও হন লিটন ও শামীম। 

১৬ থেকে ১৮ ওভার পর্যন্ত ৪০ রান তুলেন লিটন ও শামীম। ১৯তম ওভারের প্রথম বলে মহেশ থিকশানার বলে সাজঘরে ফিরেন লিটন। ১টি চার ও ৫টি ছক্কায় ৫০ বলে ৭৬ রান করেন লিটন। 

ইনিংসের শেষ ওভারের চতুর্থ বলে আউট হন শামীম। ৫ চার ও ২টি ছক্কায় ২৭ বলে ৪৮ রান করেন তিনি। পঞ্চম উইকেটে লিটন-শামীমের ৩৯ বলে ৭৭ রানের জুটিতে ২০ ওভারে ৭ উইকেটে ১৭৭ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। 

শ্রীলংকার বিনুরা ৩১ রানে ৩ উইকেট নেন।