বাসস
  ১১ জুলাই ২০২৫, ১৫:৫০
আপডেট : ১১ জুলাই ২০২৫, ১৮:৩০

খালেদের নৈপুন্যে শুভ সূচনা রংপুরের

ঢাকা, ১১ জুলাই, ২০২৫ (বাসস) : পেসার খালেদ আহমেদের বোলিং নৈপুণ্যে গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসরে শুভ সূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। আজ ভোরে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স ৮ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজের গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে।

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে রংপুর। ৪৭ বলে ৪৯ রানের সূচনা করেন রংপুরের দুই ওপেনার সাইফ হাসান ও সৌম্য সরকার। ১ চারে সাইফ ১৮ ও ৫ চারে সৌম্য ৩৫ রানে আউট হন।

মিডল অর্ডারে আজমতুল্লাহ ওমরজাই ৩, ইয়াসির আলি শূন্য ও অধিনায়ক নুরুল হাসান ১৮ রানে ফিরলে ৮৬ রানে ৫ উইকেট হারায় রংপুর। ষষ্ঠ উইকেটে ৪৩ বলে ৭৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে রংপুরকে লড়াকু পুঁজি এনে দেন ওয়েস্ট ইন্ডিজের কাইল মায়ার্স ও পাকিস্তানের ইফতিখার আহমেদ। ২০ ওভারে ৫ উইকেটে ১৬২ রান করে রংপুর।

জবাবে ওপেনার জনসন চার্লসের ২৮ বলে ৪০ রানের পর সুবিধা করতে পারেনি গায়ানার পরের দিকের ব্যাটাররা। তারপরও ১৬ ওভার পর্যন্ত ভালোভাবেই লড়াইয়ে ছিল গায়ানা।

কিন্তু শেষ ২ ওভারে ৩ উইকেট হাতে নিয়ে ২০ রান দরকার পড়ে গায়ানার। ১৯তম ওভারে প্রথম ৪ বলে ১১ রান দেন খালেদ। এতে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় গায়ানা। একই ওভারের শেষ দুই বলে দুই উইকেট তুলে নেন খালেদ। ওভার শেষে ১ উইকেট হাতে নিয়ে ৯ রান প্রয়োজন পড়ে গায়ানার।

শেষ ওভারের প্রথম বলে গায়ানার শেষ উইকেট শিকার করে গায়ানাকে ১৫৪ রানে গুটিয়ে রংপুরের জয় নিশ্চিত করেন ওমরজাই।

রংপুরের খালেদ ৩৬ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন।