বাসস
  ১০ জুলাই ২০২৫, ২০:২৮

বাস্কেটবল লীগে চ্যাম্পিয়ন পুলিশ বাস্কেটবল দল

বৃহস্পতিবার অনুষ্ঠিত ফাইনাল খেলায় বাংলাদেশ পুলিশ চ্যাম্পিয়ন হয়। ছবি: বাংলাদেশ পুলিশের সৌজন্যে

ঢাকা, ১০ জুলাই, ২০২৫ (বাসস) : বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন কর্তৃক আয়োজিত প্রথম বিভাগ বাস্কেটবল লীগ ২০২৫ এর ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ পুলিশ বাস্কেটবল দল।

রাজধানীর সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার অনুষ্ঠিত ফাইনাল খেলায় বাংলাদেশ পুলিশ দল প্রতিপক্ষকে পরাজিত করে শিরোপা ঘরে তোলে।

খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন পুলিশের ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন) ও বাংলাদেশ পুলিশ বাস্কেটবল ক্লাবের সভাপতি মো. ফজলুল করিম।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী উল্লেখযোগ্য দলগুলোর মধ্যে ছিল বাংলাদেশ পুলিশ বাস্কেটবল দল, ধূমকেতু বাস্কেটবল দল, বকশীবাজার বাস্কেটবল দল ও জোসেফাইট বাস্কেটবল দল।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের কর্মকর্তা, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশ পুলিশ বাস্কেটবল দল সর্বশেষ দ্বিতীয় বিভাগ জাতীয় বাস্কেটবল লীগে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে প্রথম বিভাগে উন্নীত হয়েছিল।