বাসস
  ০৬ জুলাই ২০২৫, ১৬:১০

বাংলাদেশ বিমান বাহিনীর আন্ত:ঘাঁটি ফুটবল প্রতিযোগিতা সমাপ্ত

ঢাকা, ৬ জুলাই ২০২৫ (বাসস) : বাংলাদেশ বিমান বাহিনীর আন্ত:ঘাঁটি ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বিমান বাহিনী ঘাঁটি বীল উত্তম এ কে খন্দকার দল। 

ঢাকাস্থ বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশার এর ফুটবল মাঠে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার দল ২-০ গোলে বিমান বাহিনী ঘাঁটি জহুরুল

হক দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।

প্রতিযোগিতায় অনবদ্য নৈপুণ্য প্রদর্শনের জন্য বিমান বাহিনী ঘাঁটি বাশার দলের ফ্লাইং অফিসার আবদুল্লাহ শ্রেষ্ঠ খেলোয়াড় বিবেচিত হন। 

সমাপনী অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ, ওএসপি, বিপিপি, এনডিইউ, এওডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বিমান বাহিনী ঘাঁটি বাশার এর এয়ার অধিনায়ক, ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিমানসেনা এবং ঘাঁটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

গত ২৯ জুন স্বাগতিক ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ খায়ের উল আফসার, জিইউপি, এনডিসি, পিএসসি প্রতিযোগিতার উদ্বোধন করেন। পাঁচ দিনব্যাপী এ প্রতিযোগিতায় বাংলাদেশ বিমান বাহিনীর ৭ টি দল অংশগ্রহণ করে।