শিরোনাম
ঢাকা, ৪ জুলাই ২০২৫ (বাসস) : ১১০ রানে পঞ্চম উইকেট পতনের পর জোড়া হাফ-সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ২৮৬ রানের সংগ্রহ এনে দিয়েছেন বাউ ওয়েবস্টার ও অ্যালেক্স ক্যারি। টেস্টের প্রথম দিন শতরানের জুটি গড়ার পাশাপাশি ওয়েবস্টার ৬০ ও ক্যারি ৬৩ রানে আউট হন।
গ্রেনাডায় টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ পেসারদের তোপের মুখে পড়ে ১১০ রানে ৫ উইকেট হারায় অস্ট্রেলিয়া। স্যাম কন্টাস ২৫, উসমান খাজা ১৬, ক্যামেরন গ্রিন ২৬, স্টিভেন স্মিথ ৩ ও ট্রাভিস হেড ২৯ রান করেন। এসময় ওয়েস্ট ইন্ডিজের চার পেসার মিলে ৫ উইকেট নেন।
টপ অর্ডার ব্যাটারদের দ্রুত বিদায়ে চাপে পড়া অস্ট্রেলিয়াকে লড়াইয়ে ফেরান ওয়েবস্টার ও ক্যারি। ষষ্ঠ উইকেটে ১১২ রানের জুটি গড়েন তারা।
টেস্ট ক্যারিয়ারের ১১তম হাফ-সেঞ্চুরি তুলে দলীয় ২২২ রানে ষষ্ঠ ব্যাটার হিসেবে আউট হন ক্যারি। ১০টি চার ও ১টি ছক্কায় ৮১ বলে ৬৩ রান করেন তিনি।
ক্যারি ফেরার পর নিয়মিত বিরতিতে উইকেটের পতন হলে ২৮৬ রানে শেষ হয় অস্ট্রেলিয়া ইনিংস। নবম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ৬৩ রান করেন ওয়েবস্টার।
চতুর্থ হাফ-সেঞ্চুরির ইনিংসে ১১৫ বল খেলে ৬টি চার ও ১টি ছক্কা মারেন তিনি। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ওয়েবস্টারের ৬৩ ও ক্যারির ৬৫ রানের লড়াকু ইনিংসে রক্ষা পেয়েছিল অসিরা।
ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফ ৬১ রানে ৪ উইকেট নেন। এছাড়া ২ উইকেট শিকার করেন জেইডেন সিলেস।
অস্ট্রেলিয়ার ইনিংস শেষে আলো স্বল্পতার কারণে প্রথম দিনের খেলা আগেভাগেই শেষ করেন দুই অনফিল্ড আম্পায়ার। তখনও দিনের খেলা ৩৩ ওভার বাকি ছিল।