শিরোনাম
ঢাকা, ৪ জুলাই ২০২৫ (বাসস) : অধিনায়ক শুভমান গিলের রেকর্ড ডাবল-সেঞ্চুরিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ৫৮৭ রান করেছে ভারত। জবাবে দ্বিতীয় দিন শেষে ৩ উইকেটে ৭৭ রান তুলেছে ইংল্যান্ড। ৭ উইকেট হাতে নিয়ে ৫১০ রানে পিছিয়ে ইংলিশরা।
বার্মিংহামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে ৫ উইকেটে ৩১০ রান করেছিল ভারত। ক্যারিয়ারের সপ্তম টেস্ট সেঞ্চুরি তুলে গিল ১১৪ ও রবীন্দ্র জাদেজা ৪১ রানে অপরাজিত ছিলেন।
দ্বিতীয় দিন জাদেজা ৮৯ রানে থামলেও ৩৪ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে প্রথম ডাবল সেঞ্চুরি করেন গিল। শেষ পর্যন্ত ৩০টি চার ও ৩টি ছক্কায় ৩৮৭ বলে ২৬৯ রানে আউট হন গিল। টেস্টে ভারতীয় কোন অধিনায়কের এটিই সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। এশিয়ার বাইরে ভারতের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রানেরও ইনিংস খেলেছেন গিল।
সুনীল গাভাস্কার ও রাহুল দ্রাবিড়ের পর তৃতীয় ব্যাটার হিসেবে ইংল্যান্ডের মাটিতে ডাবল সেঞ্চুরি করেছেন গিল। টেস্টে ভারতের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রানের তালিকায় সপ্তম স্থানে আছেন তিনি।
সফরকারী তৃতীয় ব্যাটার হিসেবে বার্মিংহামে ডাবল-সেঞ্চুরি করেছেন গিল। ইংল্যান্ডের মাটিতে সফরকারী ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান তালিকায় অষ্টম স্থানে আছেন তিনি।
ভারতের শচীন টেন্ডুলকার, বিরেন্দার শেবাগ, রোহিত শর্মা ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের পর টেস্টে ও ওয়ানডে ফরম্যাটে ডাবল-সেঞ্চুরির নজির গড়লেন গিল।
ভারতের ইনিংস শেষে খেলতে নেমে ২৫ রানে ৩ উইকেট হারায় ইংল্যান্ড। জ্যাক ক্রলি ১৯, বেন ডাকেট-ওলি পোপ শূন্যতে ফিরেন। জো রুট ১৮ ও হ্যারি ব্রুক ৩০ রানে অপরাজিত আছেন।
ভারতের আকাশ দীপ ২টি ও মোহাম্মদ সিরাজ ১ উইকেট নেন।