বাসস
  ০৩ জুলাই ২০২৫, ২১:৫১

জোতার মৃত্যুতে রোনালদো-নাদালের শোক

ঢাকা, ৩ জুলাই ২০২৫ (বাসস) : পর্তুগালের ফুটবলার ২৮ বছর বয়সী দিয়োগো জোতার মৃত্যুতে  শোক প্রকাশ করেছেন স্বদেশী তারকা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো ও টেনিস তারকা  স্পেনের রাফায়েল নাদাল। 

ইংলিশ ক্লাব লিভারপুল ফুটবলার জোতার মৃত্যু সংবাদ শুনে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে রোনালদো লিখেছেন, ‘মানতে পারছি না। কিছুদিন আগেও আমরা জাতীয় দলে একসাথে ছিলাম, তুমি কিছুদিন আগেই বিয়ে করেছো। তোমার পরিবার, তোমার স্ত্রী ও সন্তানদের প্রতি সমবেদনা জানাই। আমি জানি তুমি সবসময় তাদের সাথে থাকবে।

শান্তিতে থাকো, দিয়োগো ও আন্দ্রে। আমরা সবাই তোমাদের মিস করব।’

গত মাসে উয়েফা নেশন্স লিগের ফাইনালে স্পেনকে হারিয়ে দ্বিতীয়বারের মতো পর্তুগালের শিরোপা জয়ে অবদান রেখেছেন  জোতা।  

জোতার মর্মান্তিক মৃত্যুতে শোক প্রকাশ করে টেনিস তারকা নাদাল লিখেছেন, ‘কি ভয়াবহ দুঃখজনক এবং বেদনাদায়ক খবর! এই কঠিন মুহূর্তে তার স্ত্রী, সন্তান, পরিবার এবং বন্ধুদের প্রতি আমার সব ভালোবাসা, স্নেহ এবং সমর্থন। দিয়োগো জোতা এবং আন্দ্রে সিলভা, শান্তিতে বিশ্রাম করুন।’

গত পাঁচ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে ১২৩ ম্যাচে ৪৭ গোল করেছেন জোতা। প্রিমিয়ার লিগ ছাড়ার এফএ কাপ এবং দু’বার লিগ কাপ জিতেছেন তিনি।

উল্লেখ্য,স্পেনে এক সড়ক দুর্ঘটনায় আজ সকালে ছোট ভাই আন্দ্রে সিলভাসহ নিহত হয়েছেন জোতা।