বাসস
  ০৩ জুলাই ২০২৫, ২০:২৫

কোচ হিসেবে বিসিবিতে যোগ দিয়েছেন নাজিমুদ্দিন

ঢাকা, ৩ জুলাই, ২০২৫ (বাসস) : বয়স ভিত্তিক কোচ হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) যোগ দিয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ নাজিমুদ্দিন।

জাতীয় দলের হয়ে ৩টি টেস্ট, ১১টি ওয়ানডে ও ৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন নাজিমুদ্দিন। সর্বশেষ ২০১২ সালে দেশের হয়ে খেলেছেন নাজিমুদ্দিন।

চট্টগ্রাম বিভাগের বয়স ভিত্তিক দলের সাথে কাজ করবেন তিনি।

চট্টগ্রামে কোনও কন্ডিশনিং ক্যাম্প বা এমন কিছু থাকলে সেখানে কাজ করবেন নাজিমুদ্দিন।

চট্টগ্রাম বিভাগে ১১টি জেলা আছে। যার মধ্যে ৬টি জেলা নাজিমুদ্দিনের তত্ত্বাবধানে থাকবে।