বাসস
  ০৩ জুলাই ২০২৫, ১৯:৪৫

‘ব্যাক টু ব্যাক’ উইকেট হারিয়ে ম্যাচ হেরেছি : মিরাজ

ঢাকা, ৩ জুলাই, ২০২৫ (বাসস) : ‘ব্যাক টু ব্যাক’ উইকেট পতনের কারণেই  সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলংকার কাছে দল হেরেছে বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। 

গত রাতে সিরিজের প্রথম ম্যাচে ২৬ বলের ব্যবধানে পাঁচ রানে সাত উইকেট হারিয়ে শ্রীলংকার কাছে ৭৭ রানে হারের লজ্জা পায় বাংলাদেশ। 

জয়ের জন্য ২৪৫ রান তাড়া করতে নেমে ওপেনার তানজিদ হাসান তামিম এবং নাজমুল হোসেন শান্তর জুটিতে ১৭তম ওভারে ১ উইকেটে ১শ রান স্পর্শ করে বাংলাদেশ।

শান্ত রান আউট হওয়ার পর বাংলাদেশকে চাপে ফেলেন শ্রীলংকার লেগ-স্পিনার হাসারাঙ্গা ডি সিলভা। নিজের প্রথম ওভারেই ২ উইকেট শিকার করেন তিনি। রানের খাতা খোলার আগেই লিটন দাস এবং ইনিংসে টাইগার দলের সর্বোচ্চ সংগ্রাহক তানজিদকে ৬২ রানে আউট করেন হাসারাঙ্গা। 

মিরাজ মনে করেন, পরপর উইকেট পতনে দল চাপে পড়ে যায়। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমাদের মিডল অর্ডার ব্যাটাররা ভাল খেলেনি। পরপর দুই উইকেট হারিয়েছি আমরা। যা সমস্যা তৈরি করেছে।’

এ ম্যাচ দিয়ে স্থায়ী অধিনায়ক হিসেবে পথচলা শুরু হয় মিরাজের। অভিষেক হলেও অধিনায়ক হিসেবে চতুর্থ ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন তিনি। 

এ ম্যাচে প্রথমে ব্যাট করা শ্রীলংকাকে ৪৯ দশমিক ২ ওভারে ২৪৪ রানে অলআউট করে দেয় বাংলাদেশ বোলাররা। সঙ্গত কারণেই বোলারদের প্রশংসা করেন অধিনায়ক। তাসকিন আহমেদ ৪টি ও তানজিম হাসান ৩ উইকেট নেন। 

তিনি বলেন, ‘উইকেট ভালো ছিল। আমরা সত্যিই ভালো বোলিং করেছি। বিশেষ করে পেসাররা। শুরুতেই উইকেট নিয়েছেন তারা। মাঝের ওভারে আমরা উইকেট পাইনি। আসালাঙ্কা যেভাবে খেলেছে তার জন্য তাকে কৃতিত্ব দিতেই হবে।’