বাসস
  ০৩ জুলাই ২০২৫, ১৮:৫৯

চট্টগ্রামে শুক্রবার শুরু হচ্ছে জাতীয় সাইক্লিং প্রতিযোগিতা

চট্টগ্রাম, ৩ জুলাই, ২০২৫ (বাসস) : জাতীয় সাইক্লিং প্রতিযোগিতার ৪৪তম আসর এবার শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার থেকে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে। এবারের আসরে ১৯টি জেলাসহ মোট ২৪টি দলের হয়ে ২৫০ সাইক্লিস্ট অংশ নিচ্ছেন।
 
আগামী ৪ থেকে ৬ জুলাই এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম ও পতেঙ্গা টানেল রোডে। 
আগামীকাল শুক্রবার (৪ জুলাই) সকাল থেকে প্রতিযোগিতা শুরু হলেও বিকেলে এম এ আজিজ স্টেডিয়ামে এবারের আসর উদ্বোধন করবেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম।

আজ বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে প্রতিযোগিতার বিভিন্ন দিক তুলে ধরেন বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল টুকু।

তিনি জানান, প্রতিযোগিতায় অংশ নেবে চট্টগ্রাম, নীলফামারী, খুলনা, পঞ্চগড়, দিনাজপুর, নাটোর, নড়াইল, চাঁদপুর, বান্দরবান, ঠাকুরগাঁও, রংপুর, গোপালগঞ্জ, জয়পুরহাট, জামালপুর, খাগড়াছড়ি, লালমনিরহাট, পাবনা, সাতক্ষীরা ও সিলেট জেলা দল।

এছাড়া সার্ভিসেস দল হিসেবে গত আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার ও ভিডিপি, বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ জেল পুলিশ ও বাংলাদেশ রেলওয়ে অংশ নেবে।

আসরের পুরুষ বিভাগের নয়টি ইভেন্টে ১৭৫ জন পুরুষ ও নারী বিভাগের নয়টি ইভেন্টে ৭৫ জন নারী সাইক্লিস্ট অংশ নেবেন। ১৬ বছর বয়সী দুই সাইক্লিস্টও এবারের আসরে অংশ নিচ্ছেন।

সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল টুক জানান, প্রতিযোগিতার এবারের আসরে সম্ভাব্য খরচ ধরা হয়েছে ২৫ লাখ টাকা; যার পুরোটাই দিচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

এসময় উপস্থিত ছিলেন এনএসসি চট্টগ্রামের উপপরিচালক শিহাব উদ্দিন ও চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী, বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের নির্বাহী সদস্য আব্দুর রাজ্জাক ও সিজেকেএস কাউন্সিলর আলী হাসান রাজু প্রমুখ।