শিরোনাম
ঢাকা, ১ জুলাই, ২০২৫ (বাসস) : ওয়ানডে ক্রিকেটে ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে ১৬ রান দরকার বাংলাদেশ ব্যাটার তাওহিদ হৃদয়ের। ৩৫ ম্যাচে ৯৮৪ রান আছে হৃদয়ের।
আগামীকাল কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে শুরু হতে যাওয়া তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১৬ রান করলেই ৫০ ওভারের ক্রিকেটে ১ হাজার রান পূর্ণ করবেন হৃদয়।
হৃদয়ের আগে ওয়ানডেতে বাংলাদেশের হয়ে ২৪জন ক্রিকেটার ১ হাজার বা তার বেশি রান করেছেন। সর্বোচ্চ রানের তালিকায় শীর্ষে আছেন বাঁ-হাতি ওপেনার তামিম ইকবাল। ২৪৩ ম্যাচে ১৪ সেঞ্চুরি ও ৫৬ হাফ-সেঞ্চুরিতে ৮,৩৫৭ রান করেছেন তিনি।
২০২৩ সালের মার্চে সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ফরম্যাটে অভিষেক হয় হৃদয়ের। ব্যাট হাতে নিজের সামর্থ্য ও দক্ষতা দিয়ে দলে নিজের জায়গা পাকা করেন তিনি। মিডল অর্ডারে এখন দলের অন্যতম ভরসা এই ডান-হাতি ব্যাটার।
এখন পর্যন্ত ৩৫ ম্যাচের ৩১ ইনিংস ব্যাট করে ১টি সেঞ্চুরি ও ৭টি হাফ-সেঞ্চুরিতে ৯৮৪ রান করেছেন হৃদয়। তার ব্যাটিং গড়- ৩৫ দশমিক ১৪।
গত ফেব্রুয়ারিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পান হৃদয়। ৬টি চার ও ২টি ছক্কায় ১১৮ বলে ১০০ রানের ইনিংস খেলেন তিনি। হৃদয়ের প্রথম সেঞ্চুরির ম্যাচে ৬ উইকেটে হারে বাংলাদেশ।