বাসস
  ২৮ জুন ২০২৫, ১৩:৪৮

হ্যাজেলউড নৈপুণ্যে তিন দিনেই ওয়েস্ট ইন্ডিজকে হারাল অস্ট্রেলিয়া

পেসার জশ হ্যাজেলউড -ছবি : সংগৃহীত

ঢাকা, ২৮ জুন, ২০২৫ (বাসস) : পেসার জশ হ্যাজেলউডের নৈপুণ্যে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনই ওয়েস্ট ইন্ডিজকে ১৫৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে সফরকারী অস্ট্রেলিয়া। এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অসিরা। পাশাপাশি জয় দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্র (২০২৫-২৭) শুরু করল সাবেক চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ম্যাচের চতুর্থ ইনিংসে ৪৩ রানে ৫ উইকেট নেন হ্যাজেলউড।

ব্রিজটাউনে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ৯২ রান করেছিল অস্ট্রেলিয়া। ফলে ৬ উইকেট হাতে নিয়ে ৮২ রানে এগিয়ে ছিল অসিরা।

তৃতীয় দিন ট্রাভিস হেড ১৩ ও বিউ ওয়েবস্টার ১৯ রান নিয়ে খেলতে নামেন। পঞ্চম উইকেটে ১০২ রানের জুটি গড়ার পথে হাফ-সেঞ্চুরি করেন  দু’জনেই। হেডকে ৬১ ও ওয়েবস্টারকে ৬৩ রানে আউট করেন ওয়েস্ট ইন্ডিজ পেসার শামার জোসেফ।

দলীয় ২০৮ রানের মধ্যে হেড-ওয়েবস্টারের বিদায়ের পর অস্ট্রেলিয়ার রানের চাকা ঘুড়িয়েছেন উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি। তার ৬৫ রানের ইনিংসের সুবাদে ৩১০ রানের সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজ ৩০১ রানের টার্গেট পায়।

এই ইনিংসের ওয়েস্ট ইন্ডিজের হয়ে বল হাতে ৮৭ রানে ৫ উইকেট নেন পেসার জোসেফ। ৯ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে চতুর্থবার এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয়বার ইনিংসে ৫ বা ততোধিক উইকেট নিলেন জোসেফ।

পঞ্চম বোলার হিসেবে অস্ট্র্রেলিয়ার বিপক্ষে ক্যারিয়ারের প্রথম তিন টেস্টেই ইনিংসে ৫ উইকেটের দেখা পেলেন জোসেফ। এর আগে এই কীর্তিতে রেকর্ড বইয়ে নাম তুলেছেন- টম রিচার্ডসন, চার্লি লিউয়েলিন, ফ্যাঙ্ক ফস্টার ও ফজল মাহমুদ।

৩০১ রানের লক্ষ্যে খেলতে নেমে হ্যাজেলউডের তোপের মুখে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ৫৬ রানেই ৫ উইকেট হারায় ক্যারিবীয়রা। জন ক্যাম্পবেল ২৩, কেসি কার্টি ২০, ব্রান্ডন কিং শূন্য ও অধিনায়ক রোস্টন চেজ ২ রানে হ্যাজেলউডের শিকার হন।

শুরুর ধাক্কা পরবর্তীতে আর সামলে উঠতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত ১৪১ রানে গুটিয়ে যায় তারা। শেষ দিকে জোমেল ওয়ারিকানকে ৩ রানে ফিরিয়ে ইনিংসে ৪৩ রানে ৫ উইকেট  পূর্ণ করেন হ্যাজেলউড। ৭৪ টেস্টের ক্যারিয়ারে  এই নিয়ে ১৩ তম বার ইনিংসে ৫ বা তার বেশি উইকেট নিলেন তিনি। দুই ইনিংসে ব্যাট হাতে যথাক্রমে- ৫৯ ও ৬১ রান করায় ম্যাচ সেরা অস্ট্রেলিয়ার হয়েছেন হেড।

আগামী ৩ জুলাই থেকে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে নামবে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া।