বাসস
  ১৮ ডিসেম্বর ২০২৫, ২১:১১

মুস্তাফিজের ১ ওভারে ৩ উইকেট সত্ত্বেও টানা দ্বিতীয় হার দুবাইর

ছবি : সংগৃহীত

ঢাকা, ১৮ ডিসেম্বর,, ২০২৫ (বাসস) : বাংলাদেশ পেসার মুস্তাফিজুর রহমানের ১ ওভারে ৩ উইকেট শিকার সত্বেও ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি ক্রিকেটে টানা দ্বিতীয় হারের স্বাদ পেয়েছে দুবাই ক্যাপিটালস। 

গতরাতে নিজেদের ষষ্ঠ ম্যাচে এমআই এমিরেটসের কাছে ৭ রানে হারে দুবাই ক্যাপিটালস। ম্যাচে ৪ ওভারে ৩৪ রানে ৩ উইকেট নেন মুস্তাফিজ। 

দুবাইয়ে টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৭ রান করে এমআই এমিরেটস। দলের হয়ে ওপেনার জনি বেয়ারস্টো ৪০ বলে ৮টি চার ও ৩টি ছক্কায় ৬৭ রান করেন। 

বল হাতে নিজের প্রথম দুই ওভারে যথাক্রমে- ১০ ও ৭ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন মুস্তাফিজ। ইনিংসের ১৮তম ওভারে তৃতীয়বারের মত আক্রমণে এসে মাত্র ১ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। আর ইনিংসের ও নিজের শেষ ওভারে ১৬ রান দিয়েও উইকেটের দেখা পাননি ফিজ। 

১৩৮ রানের টার্গেটে ২০ ওভারে ১৩০ রানে অলআউট হয়ে ম্যাচ হারে মুস্তাফিজের দুবাই। এই হারে ৬ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে নেমে গেল দুবাই। 

এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে দুবাইয়ের হয়ে ৯ উইকেট শিকার করেছেন মুস্তাফিজ।