শিরোনাম

ঢাকা, ১৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বিগ ব্যাশে প্রথম উইকেটের দেখা পেলেন বাংলাদেশ স্পিনার রিশাদ হোসেন। চলমান বিগ ব্যাশ লিগে নিজের দ্বিতীয় ম্যাচে আজ মেলবোর্ন স্টার্সের বিপক্ষে হোবার্ট হারিকেনসের হয়ে বল হাতে ২ উইকেট এবং ব্যাট হাতে অপরাজিত ৫ রান করেন। রিশাদের প্রথম উইকেট শিকারের ম্যাচে মেলবোর্নের কাছে ৮ উইকেটে হেরেছে তার দল হোবার্ট।
মেলবোর্নে টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১৫৮ রান করে হোবার্ট। দলের হয়ে বেন ম্যাকডারমট ৫২ বলে ৬৯ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান করেন টিম ডেভিড।
১৯তম ওভারে ও নয় নম্বরে ব্যাট হাতে নেমে ১টি চারে ৩ বলে ৫ রান করেন রিশাদ।
মেলবোর্নের পিটার সিডল ৩ উইকেট নেন।
১৫৯ রান তাড়া করতে নেমে ২ উইকেট হারিয়ে ১৬ ওভারে জয়ের বন্দরে পৌঁছায় মেলবোর্ন। অধিনায়ক মার্কাস স্টয়নিস ৩১ বলে ৬২ রান করেন।
ষষ্ঠ ওভারে প্রথম বোলিংয়ে এসে তৃতীয় ডেলিভারিতেই উইকেট তুলে নেন রিশাদ। ১৮ বলে ৩০ রান করা থমাস রর্জাসকে শিকার করেন তিনি। নিজের প্রথম ওভারে ৪ রান দেন রিশাদ।
নিজের দ্বিতীয় ওভারে আবারও উইকেটের দেখা পান রিশাদ। ২০ বলে ২০ রান করে রিশাদের দ্বিতীয় শিকার হন জো ক্লার্ক। এ ওভারে ১০ রান দেন তিনি।
তৃতীয় ওভারে ১৯ রান দিলেও উইকেটের দেখা পাননি রিশাদ। এরপর আর বোলিং আক্রমণে আনা হয়নি রিশাদকে। ৩ ওভারে ৩৩ রান দিয়ে ২ উইকেটে নেন এই লেগ স্পিনার।
বিগ ব্যাশে নিজের প্রথম ম্যাচে সিডনি থান্ডারের বিপক্ষে ৩ ওভারে ১৮ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন রিশাদ। ম্যাচটি ৪ উইকেটে জিতেছিল হোবার্ট।