বাসস
  ১৮ ডিসেম্বর ২০২৫, ২১:১২

বিপিএলে রাজশাহীর হয়ে জ্বলে উঠতে চান মুশফিক

ছবি : সংগৃহীত

ঢাকা, ১৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে ব্যাট হাতে ভালো পারফরমেন্স করতে চান বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম।

আজ বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে সাংবাদিকদের মুশফিক বলেন, ‘বিপিএল সবসময়ই চ্যালেঞ্জিং তবে আমি প্রস্তুত এবং রাজশাহী ওয়ারিয়র্সকে সাফল্য এনে দিতে নিজের সর্বোচ্চ চেষ্টা করব।’

তিনি আরও বলেন, ‘আমার মূল লক্ষ্য, ধারাবাহিকভাবে পারফর্ম করা এবং দলের সাফল্যে অবদান রাখা। আমি সৌভাগ্যবান যে, বরিশালের হয়ে দুইবার বিপিএল জিতেছি। এবার রাজশাহীকে ট্রফি এনে দিতে আমি কঠোর পরিশ্রম করব।’

এর আগে ২০১৯-২০ মৌসুমে ‘রাজশাহী রয়্যালস’ নামে বিপিএল ট্রফি জিতেছিল রাজশাহী ওয়ারিয়র্স। আবারও দলকে শিরোপা এনে দিতে উদগ্রীব মুশফিক। 
তিনি বলেন, ‘এর আগে একবার শিরোপা জিতেছে রাজশাহী। এই দলকে আবারও শিরোপা জয়ে সাহায্য করতে আমি দৃঢ় প্রতিজ্ঞ। আমরা সবাই সর্বোচ্চ চেষ্টা করতে এবং শিরোপার জন্য কঠোর লড়াই করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

এই মৌসুমে শক্তিশালী দল গঠন করেছে রাজশাহী। প্রতিভাবান ক্রিকেটারদের সাথে অভিজ্ঞ খেলোয়াড়দের সংমিশ্রণে ভারসাম্যপূর্ণ দল তারা।

রাজশাহী ওয়ারিয়র্স দল : নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, শাহজাদা ফারহান, মোহাম্মদ নওয়াজ, তানজিম হাসান সাকিব, ইয়াসির আলী চৌধুরী, আকবর আলী, রিপন মন্ডল, জিসান আলম, হাসান মুরাদ, আবদুল গাফ্ফার সাকলাইন, এসএম মেহেরব হাসান, ওয়াসি সিদ্দিকী, মোহাম্মদ রুবেল, মুশফিকুর রহিম, দুশান হেমান্থা, জাহানদাদ খান।