বাসস
  ৩০ জানুয়ারি ২০২৬, ১৪:৩০
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ১৪:৫৩

সারা দেশের মতো বগুড়া সদরের সার্বিক উন্নয়নই তারেক রহমানের প্রধান অঙ্গীকার: রেজাউল করিম বাদশাহ

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ। ফাইল ছবি

বগুড়া, ৩০ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বগুড়া জেলা বিএনপির সভাপতি ও ধানের শীষের প্রার্থী তারেক রহমানের প্রধান নির্বাচনী সমন্বয়ক রেজাউল করিম বাদশাহ বলেছেন, সারা দেশের মতো বগুড়া সদরেরও সার্বিক উন্নয়ন করা তারেক রহমানের প্রধান অঙ্গীকার।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি হওয়ায় বিএনপির ঘাঁটি বলে পরিচিত বগুড়া। এর মধ্যে বগুড়া-৬ (সদর) আসনটিকে বলা হয় জিয়া পরিবারের আসন। বরাবরই আসনটি বেগম খালেদা জিয়ার জন্য বরাদ্দ থাকলেও এবারই প্রথমবারের মতো বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছেন এ আসন থেকে।

২০০১ এর জাতীয় নির্বাচনে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই আসনে থেকে বিজয়ী হয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ২০০৯ সালের নির্বাচনেও তিনি ওই আসন থেকে জয় লাভ করেন। বিগত ১২টি জাতীয় সংসদ নির্বাচনে ৬ বারই এই আসনে বিএনপি সমর্থিত প্রার্থী জয়লাভ করেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভাবনা এবং ভোটারদের কাছে তাদের প্রতিশ্রুতি জানতে প্রার্থীদের সঙ্গে আলাপ হয়। আসনটিতে ধানের শীষের প্রার্থী তারেক রহমানের প্রধান নির্বাচনী সমন্বয়ক রেজাউল করিম বাদশাহ নির্বাচনের বিষয়ে কথা বলেছেন। সাক্ষাতকার নিয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বগুড়া জেলা সংবাদদাতা কালাম আজাদ।

বাসস : আপনার স্থানীয় ভোটারদের জন্য আপনাদের নির্বাচনী প্রতিশ্রুতি কী?

রেজাউল করিম বাদশাহ : বগুড়া সদরের সার্বিক উন্নয়নই তারেক রহমানের প্রধান অঙ্গীকার। কর্মসংস্থান সৃষ্টি, গ্যাস-বিদ্যুৎ-পানির সংকট সমাধান, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠায় তিনি কাজ করবেন। আমরা মানুষের কাছে যাচ্ছি। তারা বলছেন, তাদের সন্তান তারেক রহমানকে বিপুল ভোট দিয়ে নির্বাচিত করবেন তারা।

বাসস : নির্বাচনী আচরণবিধি এবং প্রচারণা সম্পর্কে আপনাদের নির্দেশনা কী?

রেজাউল করিম বাদশাহ: বিএনপি শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে। দলীয় নেতাকর্মীদের আচরণবিধি মেনে চলা এবং কোনো ধরনের সহিংসতা বা উসকানিতে না জড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন থেকে যে নিয়ম-কানুন বলে দেয়া হয়েছে আমরা সেটি মেনে চলছি।

বাসস : জুলাই সনদ বিষয়ক গণভোট নিয়ে আপনাদের অবস্থান কী?

রেজাউল করিম বাদশাহ : জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও জনগণের মতামতের প্রতিফলন ঘটাতে গণভোট গুরুত্বপূর্ণ। জনগণের মতের বাইরে কোনো সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়।

বাসস : আসন্ন সংসদ নির্বাচন নিয়ে আপনাদের প্রত্যাশা কী?

রেজাউল করিম বাদশাহ : একটি নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনই জনগণের প্রত্যাশা। সেই পরিবেশ নিশ্চিত হলে জনগণই বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবে। একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলেই, আধুনিক ও বৈষম্যহীন দেশ গড়ে তুলবে বিএনপি।

বগুড়া-৬ আসনে মোট ভোটার ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৩১ হাজার ২৩৭ জন। পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৭৯৬ জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার ১০ জন।

এটি বগুড়া পৌরসভা ও ১১ টি ইউনিয়ন নিয়ে গঠিত। এই আসনে ভোট কেন্দ্র ১৫০টি (স্থায়ী)। ভোট কক্ষ ৮৩৫ টি। 

আসনটিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন- বিএনপির তারেক রহমান (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর আবিদুর রহমান সোহেল (দাঁড়িপাল্লা), জেএসডির আবদুল্লাহ আল ওয়াকি (তারা), ইসলামী আন্দোলন বাংলাদেশের আবু নোমান মো. মামুনুর রশিদ (হাতপাখা) ও বাসদ এর দিলরুবা নূরী (মই)।