শিরোনাম

রংপুর, ২৯ জানুয়ারি, ২০২৬ (বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী দল -বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু বলেছেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারণায় আগামীকাল রংপুরে আসবেন।
তিনি আরও বলেন, যদিও সময় কম তারপরও এটি স্মরণকালের সবচেয়ে বড় জনসভা হবে। ঈদগাহ মাঠসহ পুরো শহরের রাস্তাঘাট মানুষ আর মানুষে সয়লাভ হয়ে যাবে। এতে রংপুর বিভাগের ৩৩ টি আসনের ধানের শীষের এমপি প্রার্থীরা উপস্থিত থাকবেন।
আসাদুল হাবিব দুলু আজ বৃহস্পতিবার দুপুরে নির্বাচনী জনসভার জন্য তৈরি মঞ্চ পরিদর্শনকালে এসব কথা বলেন।
দুপুরে নগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠে শুরু হয়েছে মঞ্চ তৈরির কাজ। এই নির্মাণকাজ দ্রুত শেষ করার জন্য মঞ্চ সজ্জা কমিটির সদস্যরা সকাল থেকেই মঞ্চ তৈরির সরঞ্জাম নিয়ে এসেছেন মাঠে। মাত্র একদিনের ব্যবধানে সকল কাজ শেষ করতে হবে। দম ফেলার সুযোগ নেই তাদের। নির্বাচনী জনসভার মাঠকে ঘিরে কয়েক কিলোমিটার জুড়ে মাইক টাঙ্গানো হচ্ছে।
এদিকে নির্বাচনী জনসভাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে পুলিশের একাধিক টিম কাজ শুরু করে দিয়েছে। ইতিমধ্যে মাঠ পরিদর্শন করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। পুলিশের পোশাকের পাশাপাশি সাদা পোশাকে বাড়ানো হয়েছে নজরদারী।
এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজান আলী জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভার জন্য মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে মাঠ পরিদর্শন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে কাজ করছে পুলিশ।
দলীয় সুত্রে জানা যায়, আগামীকাল শুক্রবার বিকেল পৌনে ৪ টায় রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান।
পরে তিনি বিকেল সাড়ে ৪টায় রংপুর নগরীর ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় যোগ দিবেন। সন্ধ্যায় বগুড়ার উদ্দেশ্যে রওয়ানা হবেন এবং নাজ গার্ডেনে তিনি রাত্রীযাপন করবেন।
অন্যদিকে তারেক রহমানের সফরকে ঘিরে ইতোমধ্যে জেলা ও মহানগর বিএনপির পক্ষ থেকে প্রস্তুতিমূলক সভা ও মাঠ পরিদর্শন করেছেন নেতৃবৃন্দ।
এ বিষয়ে রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও পীরগঞ্জ-৬ আসনের প্রার্থী সাইফুল ইসলাম জানান, দলের চেয়ারম্যান তারেক রহমান বিকেলে পীরগঞ্জে আসবেন। এখানে তিনি জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। পরে তিনি রংপুরের নির্বাচনী জনসভায় যোগ দিবেন।