বাসস
  ২৯ জানুয়ারি ২০২৬, ১৯:১৪

আমিরের আগমনকে স্বাগত জানিয়ে মিছিল কুমিল্লায় মহানগর জামায়াতের 

জামায়াত আমিরের আগমনকে স্বাগত জানিয়ে কুমিল্লায় দলটির মহানগর শাখার মিছিল। ছবি: বাসস

কুমিল্লা, ২৯ জানুয়ারি, ২০২৬ (বাসস):  বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে স্বাগত মিছিল করেছে কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামী।

আজ বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা টাউন হল মাঠ থেকে এই স্বাগত মিছিল বের করা হয়। মিছিলের নেতৃত্ব দেন জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগরী আমির ও কুমিল্লা -৬ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ।

স্বাগত মিছিলে অংশগ্রহণ করেন কুমিল্লা মহানগরী জামায়াতের সেক্রেটারী মু মাহবুবর রহমান, সহকারি সেক্রেটারী কামারুজ্জামান সোহেল, কাউন্সিল মোশাররফ হোসাইন, নাছির আহম্মেদ মোল্লা, ছাত্রশিবির কুমিল্লা মহানগরী সভাপতি হাসান আহম্মেদ, মহানগর জামায়াত নেতা মোহাম্মদ হোসাইম প্রমুখ। 

উল্লেখ্য, ডা. শফিকুর রহমান আগামীকাল ৩০ জানুয়ারি শুক্রবার বিকেল ৩টায় কুমিল্লার লাকসামে এবং সন্ধ্যায় কুমিল্লা টাউন হল ময়দানে নির্বাচনী জনসভায় অংশ নিবেন।

পরদিন শনিবার সকাল ৯টায় জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নির্বাচনি আসন কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম)- এর পাইলট স্কুল মাঠে বক্তব্য দেবেন তিনি।