বাসস
  ২৯ জানুয়ারি ২০২৬, ১২:৪৫

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ৯৬ পদে  নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

ছবি : সংগৃহীত

ঢাকা, ২৯ জানুয়ারি, ২০২৬ (বাসস) : সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ৯৬টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করার জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক তানজিম ওয়াহাব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বুধবার  এ তথ্য জানানো হয়েছে।

নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আপনি কি জুলাই স্পিরিট হৃদয়ে ধারণ করেন? আপনি কি মনে করেন জুলাই অভ্যুত্থান নতুন বাংলাদেশের সম্ভাবনা তৈরি করেছে? আপনি কি ইতিহাস নিয়ে আর্কাইভ কিংবা জাদুঘরের সাথে কাজ করতে আগ্রহী? তবে আমরা আপনাকেই খুঁজছি।’

০৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের মধ্যে আবেদন করুন (www.prebd.com)

নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের রাজস্বখাতে সৃজিত- ব্যবস্থাপক (গ্রন্থাগার, মুদ্রণ ও প্রকাশনা) ১টি, উপ-পরিচালক (প্রশাসন ও অর্থ) ১টি, উপ-পরিচালক (প্রশিক্ষণ) ১টি, ডেপুটি কিউরেটর (নিদর্শন সংগ্রহ, রেজিস্ট্রেশন ও সংরক্ষণ) ১টি, ডেপুটি কিউরেটর (নিদর্শন প্রদর্শন ও প্রদর্শনী) ১টি, ঊর্ধ্বতন গবেষণা কর্মকর্তা ১টি, রক্ষণাবেক্ষণ প্রকৌশলী ১টি, ডেপুটি মাল্টিমিডিয়া ব্যবস্থাপক ১টি, হিসাবরক্ষণ কর্মকর্তা ১টি, সহকারী পরিচালক (প্রশাসন) ১টি, সহকারী পরিচালক (প্রশিক্ষণ) ১টি, নিরাপত্তা অফিসার ১টি, সহকারী কিউরেটর (নিদর্শন সংগ্রহ) ১টি, সহকারী কিউরেটর (রেজিস্ট্রেশন ও সংরক্ষণ) ১টি, সহকারী কিউরেটর (নিদর্শন প্রদর্শন) ১টি, ডিসপ্লে অফিসার ১টি, গ্রাফিক্স ডিজাইনার ১টি, রেজিস্ট্রেশন অফিসার ১টি, গবেষণা কর্মকর্তা ১টি, সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী ১টি, ভিডিওগ্রাফার ১টি, সহকারী মাল্টিমিডিয়া ব্যবস্থাপক (প্রোডাকশন) ১টি, সহকারী মাল্টিমিডিয়া ব্যবস্থাপক (সংরক্ষণ) ১টি, অডিওভিজ্যুয়াল প্রোগ্রাম অফিসার ১টি, শিক্ষা অফিসার ১টি, জনসংযোগ কর্মকর্তা ১টি, অডিটরিয়াম ম্যানেজার ১টি, লাইব্রেরিয়ান ১টি, প্রকাশনা কর্মকর্তা ১টি, প্রশাসনিক কর্মকর্তা (প্রশাসন ও সংস্থাপন) ১টি, সহকারী নিরাপত্তা অফিসার ১টি, সহকারী রেজিস্ট্রেশন অফিসার ১টি, এসিস্ট্যান্ট ডিসপ্লে অফিসার ১টি, রেপ্লিকা ম্যানুফেকচারার ১টি, সহকারী গবেষণা কর্মকর্তা ১টি, ফিল্ম এ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান ১টি, ফিল্ম এডিটর ১টি, মুভি ক্যামেরাম্যান ১টি, উপ-সহকারী প্রকৌশলী (পুরকৌশল) ১টি, উপ-সহকারী প্রকৌশলী (বৈদ্যুতিক) ১টি, সহকারী জনসংযোগ কর্মকর্তা ১টি, সোশ্যাল মিডিয়া সম্পাদক ১টি, ঊর্ধ্বতন প্রদর্শক ১টি, সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা ১টি, হিসাবরক্ষক ১টি, নিরাপত্তা পরিদর্শক ২টি, সিসিটিভি পরিবীক্ষক ২টি, সিসিটিভি ব্যবস্থাপক ১টি, রেজিস্ট্রেশন সহকারী ১টি, সহকারী সংগ্রাহক ১টি, গবেষণা সহকারী ১টি, সাউন্ড রেকর্ডিস্ট ১টি, জনসংযোগ সহকারী ১টি, সহকারী লাইব্রেরিয়ান কাম-ক্যাটালগার ১টি, মডেলার ১টি, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ৮টি, ক্যাশিয়ার ১টি, স্টোর সহকারী ২টি, রেকর্ড কীপার ১টি, বিক্রয় সহকারী ১টি, আইসিটি সহকারী ১টি, অফিস সহায়ক ২৫টিসহ মোট ৯৬টি শূন্য পদে জনবল নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

বিশেষায়িত জাদুঘর বিধায় বিশেষ যোগ্যতা সম্পন্ন ব্যক্তির ক্ষেত্রে নিয়োগের যে কোন শর্ত শিথিলযোগ্য। আবেদন পত্র গ্রহণের শেষ তারিখ ৪ ফেব্রুয়ারি বিকাল ৫টা পর্যন্ত। আগ্রহী উপযুক্ত প্রার্থীগণকে https://july36.gov.bd/notice এ সরাসরি প্রবেশ করে আবেদন করার জন্য অনুরোধ করা হয়েছে।