বাসস
  ২৯ জানুয়ারি ২০২৬, ১১:৩২

কৃষি প্রকৌশলী সোসাইটির কমিটি, সভাপতি মোরশেদ আলম ও সম্পাদক সরোয়ার মাওলা

ছবি : সংগৃহীত

ঢাকা, ২৯ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির ইজিএম এর মাধ্যমে নির্বাচন কমিটির তত্ত্বাবধানে নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। 

বুধবার বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি)’র অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির শীর্ষ নেতৃবৃন্দ মনোনীত হয়েছেন।

ইজিএমে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট কৃষি প্রকৌশলী ও শিক্ষাবিদ প্রকৌশলী প্রফেসর ড. মোরশেদ আলম। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রকৌশলী মোহাম্মদ সরোয়ার মাওলা।

নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন প্রকৌশলী আবুল খায়ের মো. মাজহারুল ইসলাম এবং সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন প্রকৌশলী ইমাম মাহমুদ রিয়াদ (পলাশ)।

আর্থিক ব্যবস্থাপনায় কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন প্রকৌশলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন এবং যুগ্ম কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত হয়েছেন প্রকৌশলী এইচ এম. এরশাদুল হক মাসুম।

এ ছাড়া যুগ্ম সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন প্রকৌশলী মো. ফজলুল হক।

সাংগঠনিক ও দপ্তর সম্পাদক হিসেবে রয়েছেন— প্রকৌশলী মো. বেলাল সিদ্দিকী সজীব, প্রকাশনা ও সেমিনার সম্পাদক প্রকৌশলী আশরাফ সরকার এবং সামাজিক ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রকৌশলী নূর মোহাম্মদ।

নবগঠিত কার্যনির্বাহী কমিটিতে দেশের খ্যাতনামা কৃষি প্রকৌশলী ও গবেষকবৃন্দ কার্যনির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন।

নির্বাচনী কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার প্রকৌশলী গোলাম মাওলা। 

নির্বাচন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন প্রকৌশলী প্রফেসর ড. মোহাম্মদ আশিক-ই-রব্বানী ও প্রকৌশলী মুখলেসুজ্জামান তালুকদার।