বাসস
  ২৯ জানুয়ারি ২০২৬, ১৪:৩৫

নির্বাচনি জনসভায় যোগ দিতে কাল কুমিল্লা আসছেন জামায়াত আমির

ছবি : বাসস

কুমিল্লা, ২৯ জানুয়ারি, ২০২৬ (বাসস) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচনি জনসভায় অংশ নিতে আগামীকাল শুক্রবার কুমিল্লা সফরে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মহানগর আমির কাজী দ্বীন মোহাম্মদ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ডা. শফিকুর রহমান আগামী ৩০ ও ৩১ জানুয়ারি নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া সফর করবেন। পূর্বঘোষিত সূচি অনুযায়ী ৩১ জানুয়ারি কুমিল্লায় জনসভা হওয়ার কথা থাকলেও ওইদিন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা থাকায় সূচি পরিবর্তন করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, ৩০ জানুয়ারি শুক্রবার বিকেল ৩টায় কুমিল্লার লাকসামে এবং সন্ধ্যায় কুমিল্লা টাউন হল ময়দানে জনসভা অনুষ্ঠিত হবে।

এর আগে শুক্রবার সকাল ৯টায় নোয়াখালী জিলা স্কুল মাঠে জনসভা শুরু হবে, সেখানে বেলা সাড়ে ১১টায় বক্তব্য রাখবেন আমির ডা. শফিকুর রহমান।

পরদিন শনিবার সকাল ৯টায় জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নির্বাচনি আসন কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম)-এর পাইলট স্কুল মাঠে বক্তব্য দেবেন তিনি। এরপর বিকেল ৩টায় দাউদকান্দি উপজেলা জামায়াতের আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন জামায়াত আমির।

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও দক্ষিণ জেলা আমির মোহাম্মদ শাহজাহান, উত্তর জেলা আমির অধ্যাপক আব্দুল মতিন, মহানগর নায়েবে আমির মো. মোছলেহ উদ্দিন এবং মহানগর সেক্রেটারি মু. মাহবুবর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।