বাসস
  ২৯ জানুয়ারি ২০২৬, ০০:২১

উন্নয়ন প্রকল্প ও সরকারি সেবায় অনিয়মের অভিযোগে তিন জেলায় দুদকের অভিযান

ঢাকা, ২৮ জানুয়ারি, ২০২৬ (বাসস) : উন্নয়ন প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং সরকারি চিকিৎসাসেবা প্রদানে অনিয়ম ও হয়রানির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) যশোর, রাজশাহী ও কুড়িগ্রামে পৃথক তিনটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে।

যশোর জেলার শার্শা উপজেলায় ২০২৪ু২৫ অর্থবছরের প্রকল্প উন্নয়ন সহায়তার আওতায় বাগআঁচড়া ইউনিয়নের সাতমাইলুগোগার প্রায় ১০ কিলোমিটার সড়ক নির্মাণ কাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, যশোর হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), শার্শা উপজেলার উপজেলা প্রকৌশলীর বক্তব্য গ্রহণ করা হয় এবং অভিযোগ-সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। সরেজমিন পরিদর্শনে শার্শা উপজেলার এলজিইডির উপজেলা প্রকৌশলী ও সংশ্লিষ্ট ঠিকাদারের উপস্থিতিতে নিরপেক্ষ প্রকৌশলী টিম অভিযোগে বর্ণিত সড়কের পরিমাপ গ্রহণ করেন এবং পরীক্ষার উদ্দেশ্যে সড়কের বিভিন্ন স্থান হতে নমুনা সংগ্রহ করেন। সংগৃহীত নমুনার পরীক্ষণ প্রতিবেদন ও রেকর্ডপত্র পর্যালোচনাপূর্বক কমিশনের কাছে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।

রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা প্রদানে অনিয়ম ও হয়রানির অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, রাজশাহী থেকে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে এনফোর্সমেন্ট টিমের সদস্যরা ছদ্মবেশে হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং সেবাগ্রহণকারী রোগীদের সঙ্গে কথা বলেন। রোগীদের বক্তব্যে জানা যায়, পূর্বে আলট্রাসনোগ্রাফি মেশিন বিকল থাকায় বাইরে থেকে পরীক্ষা করাতে হলেও বর্তমানে মেশিনটি সচল রয়েছে।

এছাড়া হাসপাতালের অন্যান্য প্রয়োজনীয় যন্ত্রপাতিও কার্যক্ষম রয়েছে এবং সরকার নির্ধারিত ফি প্রদান করে রোগীরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করতে পারছেন। অভিযানকালে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কমিশনের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।

এদিকে কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার একটি সেতুর সংযোগ সড়কের গাইড ওয়াল নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারসহ বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, কুড়িগ্রাম থেকে আরেকটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে এনফোর্সমেন্ট টিম নিরপেক্ষ প্রকৌশলীসহ সেতু ও গাইড ওয়াল সরেজমিনে পরিদর্শন করে। পরিদর্শনকালে সেতুর মূল কাঠামো, গাইড ওয়ালসহ অভিযোগে উল্লিখিত বিষয়সমূহের পরিমাপ গ্রহণ করা হয় এবং পরীক্ষার উদ্দেশ্যে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করা হয়।

সংগৃহীত রেকর্ডপত্র ও পরিমাপ সংক্রান্ত প্রতিবেদন প্রাপ্তিসাপেক্ষে কমিশনের কাছে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে বলে দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে।