বাসস
  ২৮ জানুয়ারি ২০২৬, ২০:৩৩

ধানের শীষ প্রতীক তারেক রহমানের আমানত, খেয়ানত করা যাবে না: রাশেদ খান

ছবি: বাসস

ঝিনাইদহ, ২৮ জানুয়ারি, ২০২৬ (বাসস): ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-সদর আংশিক) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী রাশেদ খান বলেছেন, ধানের শীষ প্রতীক বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আমানত। এই আমানতের কোনোভাবেই খেয়ানত করা যাবে না। 

আজ বুধবার বিকেলে কালীগঞ্জ শহরের সরকারি ভূষণ হাইস্কুল মাঠে বিএনপির নির্বাচনী সমাবেশে তিনি এ কথা বলেন।

দলীয় শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে রাশেদ খান বলেন, ‘কালীগঞ্জে জননেতা তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী একটি পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও জনবান্ধব বিএনপি গড়ে তোলা হবে।’ 

তিনি বলেন, ‘নির্বাচিত হলে কালীগঞ্জে শিক্ষা, স্বাস্থ্য ও ভঙ্গুর যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে তার অগ্রাধিকার। কোনো রাস্তা কাঁচা থাকবে না এবং প্রতিটি নাগরিকের দোরগোড়ায় মৌলিক সেবা নিশ্চিত করা হবে।’

বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থীকে ইঙ্গিত করে রাশেদ খান বলেন, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়াশোনা করলেও তার মানসিকতার কোনো পরিবর্তন হয়নি। তিনি মিথ্যার আশ্রয় নিয়ে ভোট আদায়ের চেষ্টা করছেন। যারা অভিনয় করে ভোট চাইতে আসবে, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে বলেও তিনি মন্তব্য করেন।

সমাবেশকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সমাবেশ শুরুর আগেই শহরের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মীর পদচারণায় সমাবেশস্থল লোকে লোকারণ্য হয়ে ওঠে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ। এছাড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসরাইল হোসেন জীবন, পৌর বিএনপির সভাপতি আতিয়ার রহমানসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।