শিরোনাম

ঢাকা, ২৮ জানুয়ারি ২০২৬ (বাসস): অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানাকে আহ্বায়ক ও মো. আলতাফ হোসাইনকে সদস্য সচিব করে এবি পার্টির নির্বাচনী পরিচালনা কমিটি পুনর্গঠন করা হয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে এবি পার্টির নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন এবং প্রয়োজনীয় উপকমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
নির্বাচনী সমন্বয়করা হলেন: ফেনী-২ এ জাতীয় নির্বাহী কমিটির সদস্য সিদ্দিকুর রহমান, বরিশাল-৩ এ যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম খালিদ হাসান, পটুয়াখালী-১ এ বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক গাজী নাসির, কুমিল্লা-৫ এ যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাতুল্লাহ টুটুল এবং সুনামগঞ্জ-৩ এ সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক।
নির্বাচন পরিচালনা কমিটির অন্য সদস্যরা হলেন, এবিএম খালিদ হাসান, শাহাদাতুল্লাহ টুটুল, সিদ্দিকুর রহমান, শাহ আব্দুর রহমান, আব্দুল হালিম খোকন, সেলিম খান, হাদীউজ্জামান খোকন, কেফায়েত হোসাইন, আনোয়ার ফারুক, মোহাম্মদ প্রিন্স, ফারাহ নাজ সাত্তার, হাবিবুর রহমান, আবু হেলাল, তোফাজ্জল হোসাইন রমিজ, শাহজাহান ব্যাপারী, বারকাজ নাসির আহমদ, ফয়সাল মনির, আবু বক্কর সিদ্দিক, আজাদুল ইসলাম আজাদ, ইঞ্জিনিয়ার তানভীর হোসাইন, আবু রাইয়ান আশয়ারী রছী, আমানুল্লাহ রাসেল, মাহফুজুর রহমান ইমতু, ইঞ্জিনিয়ার কৌশিক আহমেদ এবং সামিউল ইসলাম সবুজ।
এছাড়া এবি পার্টির ১১ দলীয় সমন্বয় কমিটির প্রতিনিধি ও দায়িত্বপ্রাপ্তরা হলেন: আহ্বায়ক কমিটি—আব্দুল্লাহ আল মামুন রানা, এবিএম খালিদ হাসান, মো. আলতাফ হোসাইন, বিদেশ বিষয়ক সমন্বয়ক—ব্যারিস্টার সানী আব্দুল হক, প্রশাসন ও নির্বাচন কমিশন সমন্বয়ক—মো. আবু বকর সিদ্দিক, মিডিয়া সমন্বয়ক—মো. আজাদুল ইসলাম আজাদ, সামাজিক যোগাযোগ মাধ্যম সমন্বয়ক—রাশেদুল ইসলাম, নাগরিক সমাজ সমন্বয়ক—শাহ মোহাম্মদ আবদুর রহমান।
সভায় আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন রানা দেশের বর্তমান নির্বাচনী পরিবেশ, এবি পার্টির পাঁচজন প্রার্থীর নির্বাচনী প্রচারণা এবং সাংগঠনিক প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি তিনি সারাদেশে ১১ দলীয় জোটের নেতাকর্মীদে ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং নির্বাচন কমিশনকে দায়িত্ব পালনে দৃঢ় হবার আহ্বান জানান।