শিরোনাম

ঢাকা, ২৭ জানুয়ারি ২০২৬ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা-১৭ আসন বিএনপি নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আবদুস সালাম বলেছেন, 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে জনগণের ভাগ্যে বড় পরিবর্তন আসবে।'
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, 'জনগণকে প্রশ্ন করতে হবে তারা কাকে প্রধানমন্ত্রী দেখতে চান। জনগণ যদি ভোট দিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত করে, তাহলে সেই প্রধানমন্ত্রী জনগণের কথা শুনবেন এবং তাদের পাশে থাকবেন।'
আজ মঙ্গলবার ঢাকা ১৭ আসনের তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণার সময় এক পথসভায় আবদুস সালাম এসব কথা বলেন।
আবদুস সালাম বলেন, তারেক রহমান এলাকাবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং তার পক্ষে ভোটের কাজ করার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, তারেক রহমান নিজে এলাকায় এসে কথা বলতে চাইলেও অতিরিক্ত ভিড়ের কারণে ঝুঁকি তৈরি হতে পারে, তাই সে রকম ঝুঁকি নেওয়া সম্ভব নয়। তাছাড়া তাকে দেশের বিভিন্ন জেলায় নির্বাচনী প্রচারণায় ছুটে বেড়াতে হচ্ছে, তাই ইচ্ছা তাথা সত্বেও তিনি ঢাকা- ১৭ আসনের প্রচারণায় থাকতে পারছেন না। তবে তার মন সব সময় এলাকাবাসীর সঙ্গেই রয়েছে।
আবদুস সালাম বলেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হলে এলাকাবাসীর ভাগ্যে কী পরিবর্তন হবে, তা তারা নিজেরাও এখনো পুরোপুরি বুঝতে পারছেন না। তার বাবা ও মা যেমন গরিব মানুষের জন্য কাজ করেছেন, তিনিও ইনশাআল্লাহ তা করবেন।
তিনি বলেন, দলের নামে কেউ অপকর্ম করলে তা কোনোভাবেই সহ্য করা হবে না। যত বড়ই হোক, যদি কেউ দলের ক্ষতি করে এমন কাজ করে, তাকে কোনো ছাড় দেয়া হবে না।
আবদুস সালাম আরও বলেন, এলাকার মানুষ যেন শান্তিতে ও সুখে থাকতে পারে সে জন্য প্রয়োজনীয় পরিকল্পনা নিতে হবে এবং দলের কোনো কথা বা আচরণে যেন কেউ কষ্ট না পায় বা ভোগান্তিতে না পড়ে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, দলের মধ্যে শৃঙ্খলা ও ঐক্য বজায় রেখে জনগণের কল্যাণে কাজ করতে হবে। এমন কোনো কাজ করা যাবে না, যাতে জনগণ কষ্ট পায় বা ক্ষুব্ধ হয়।