বাসস
  ২৭ জানুয়ারি ২০২৬, ২৩:৫৫

ইসলাম ধর্মের সঙ্গে গণতন্ত্রের কোনো সংঘাত নেই : ড. মঈন খান

ড. আব্দুল মঈন খান মঙ্গলবার নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নে নির্বাচনী প্রচারণা সভায় কথা বলেন। ছবি: বাসস

নরসিংদী, ২৭ জানুয়ারি, ২০২৬ (বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনে ধানের শীষের প্রার্থী ড. আব্দুল মঈন খান বলেছেন, " আপনাদের অন্তর্নিহিত অর্থ বুঝতে হবে, ইসলাম ধর্মের সঙ্গে গণতন্ত্রের কোনো সংঘাত নেই। আজ মঙ্গলবার সন্ধ্যায় পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নে নির্বাচনী প্রচারণা সভায় তিনি এ কথা বলেন। 

মঈন খান বলেন, মহানবীর জীবনী যখন পড়বেন ও অনুধাবন করবেন, তখন বুঝতে পারবেন, পৃথিবীর ইতিহাসে তাঁর চেয়ে বড় গণতন্ত্রের ধারক ও বাহক কেউ ছিলেন না। তিনিই গণতন্ত্রের সব বড় ধারক ও বাহক। "আমরা মানুষের অধিকারের কথা বলি, ইসলামও মানুষের অধিকারের কথা বলে, গণতন্ত্রও মানুষের অধিকারের কথা বলে। ইসলাম কখনো স্বৈরাচার শিক্ষা দেয় নাই, তাই ইসলাম গণতন্ত্র থেকে বিচ্ছিন্ন নয়। 

তিনি আরও বলেন,  "দেশের মানুষ রাজনীতিতে অনেক অভিজ্ঞ। আমি অনেক দেশ ঘুরেছি। রাজনীতিতে গণতন্ত্রের যে ধ্যান ধারণা, তা বাংলাদেশে অন্য দেশের মানুষের চেয়ে বেশি উন্নত। 

বাংলাদেশের অধিকাংশ মানুষ কিন্তু বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নেয় না, তবে তাদের উপলব্ধি শক্তি অনেক বেশি। সে উপলব্ধি থেকে ১৯৭১ সালে যুদ্ধে অংশ গ্রহণ করেছে, টাকা পয়সার বা ধন-দৌলতের জন্য নয়। সবাই স্বাধীন দেশ চাই, কথা বলার অধিকার চাই, গণতন্ত্র চাই, সেই থেকে যুদ্ধে অংশ গ্রহণ করেছে।

এ সময় পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার,  যুগ্ম সম্পাদক বাহাউদ্দীন ভূঁইয়া মিল্টন,  ডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, নরসিংদী পলাশ থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান পাপনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।