শিরোনাম

ঢাকা, ২৭ জানুয়ারি, ২০২৬ (বাসস) : নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ মঙ্গলবার দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চার জেলায় আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ সকাল সাড়ে ৯টায় যশোরে জনসভার মাধ্যমে জামায়াত আমিরের দিনের কর্মসূচি শুরু হয়েছে। এরপর দুপুর ১২টা ৩০ মিনিটে সাতক্ষীরায়, বিকেল সাড়ে ৩টায় খুলনায় এবং সর্বশেষ সন্ধ্যা সাড়ে ৬টায় বাগেরহাটে পৃথক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি।
গতকাল সোমবার কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মাগুরায় একযোগে নির্বাচনী সমাবেশ সম্পন্ন করে রাতে যশোরে অবস্থান করেন ডা. শফিকুর রহমান।
ইতোমধ্যে যশোরের ঈদগাহ ময়দানে নির্বাচনী জনসভা শুরু হয়েছে এবং সেখানে প্রধান অতিথির ভাষণ দিচ্ছেন জামায়াত আমির। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত ভিপি রিয়াজুল ইসলাম।
উক্ত জনসভায় যশোর অঞ্চলের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থীগণসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ জনতা উপস্থিত রয়েছেন।